হাতাহাতি, ধাক্কাধাক্কি ; TMC-র দুই নেতার ‘কীর্তি’তে মাথায় হাত কীর্তি আজাদের !

হাতাহাতি, ধাক্কাধাক্কি ; TMC-র দুই নেতার ‘কীর্তি’তে মাথায় হাত কীর্তি আজাদের !

দুর্গাপুর : প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দুই নেতা। দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আমড়াই গ্রামের ঘটনা। এদিন ওই এলাকায় প্রচারে যান বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কে আগে প্রার্থীকে সম্বর্ধনা দেবে, কে তাঁকে গ্রামে ঘোরাবে, তা নিয়ে INTTUC-র দুই নেতা শেখ আজিমউদ্দিন ও আমিনুর রহমানের মধ্যে হাতাহাতি বেধে যায়। কর্মীদের অতি উৎসাহেই এই ধরনের ঘটনা ঘটেছে, অস্বস্তি ঢাকতে সাফাই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের (Kirti Azad)।

এর আগে দুর্গাপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রচারে যান কীর্তি। সেখানে ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে মহিলাদের কাছ থেকে রাখি পরেন তৃণমূল প্রার্থী। এরপর প্রতিপক্ষ দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ান তিনি। বলেন, ‘কলিযুগে বর্ধমান-দুর্গাপুরে একজন মহিষাসুর এসেছেন, যাঁর নাম দিলীপ ঘোষ। ওঁর কথায় গুরুত্ব না দিয়ে বরং জিজ্ঞাসা করুন কেন্দ্রীয় সরকারের হয়ে উনি কী কাজ করেছেন। উনি একলক্ষ ভোটে হারবেন বুঝেই উল্টোপাল্টা কথা বলে প্রচারে থাকতে চাইছেন।’

তিনি বলেন, “কোনো ঝামেলা হয়নি। গরমের মধ্যেও অতি উৎসাহিত ছিলেন। সবাই নিজেদের মতো করে স্বাগত জানাতে চাইছিলেন। কেউ প্রথমে স্বাগত জানাতে চাইছিলেন, কেউ পরে। লড়াই-ঝগড়ার বিষয় নেই। অতি উৎসাহ-প্রেম। দিদির জন্য মনে সম্মান। তাই ওঁরা চাইছিলেন, প্রথমে স্বাগত জানাতে। ঝগড়ার বিষয় নেই।” যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব জেলায় জেলায় এমন জায়গায় গেছে তা বুঝতে পারবেন কীর্তি আজাদ। কোন দিন তৃণমূলের লোকেরাই ওঁকে ‘আজাদি’ দিয়ে দেবেন। তৃণমূলের অত্যাচারে উনি স্থায়ীভাবে আজাদ হয়ে যাবেন।”

এদিকে এদিন ফের প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের মহারাজা ভেবে মালা পরালেন রাজ পরিবারের ঘনিষ্ঠের মূর্তিতে। মালা পরিয়ে মহারাজা উদয়চাঁদের নামে স্লোগানও দেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এটা বর্ধমানের মহারাজা নয়, রাজ পরিবারের ঘনিষ্ঠ বনবিহারী কপূরের মূর্তি, ভুল সংশোধন করার চেষ্টা করায়, দিলীপের মন্তব্য, এখানে আবার কপূর এল কোথা থেকে ? বর্ধমানে প্রচারে গিয়ে দিলীপ ঘোষের এই শ্রদ্ধাজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

(Feed Source: abplive.com)