Lok Sabha Election 2024: এপ্রিলের ১৯ নয়, পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট শুরু ৫ এপ্রিল থেকেই, না জানলে জেনে নিন

Lok Sabha Election 2024: এপ্রিলের ১৯ নয়, পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট শুরু ৫ এপ্রিল থেকেই, না জানলে জেনে নিন

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: আগামী ১৯ এপ্রিল প্রথমদফার ভোটগ্রহণ রাজ্যে। সবকটি দফাতেই বিভিন্ন জেলায় পালা করে মোট ৭ দফায় লোকসভার ভোট নেওয়া হবে। তার আগেই ভোট গ্রহণ শুরু হচ্ছে রাজ্যে। কীভাবে? আগামী ৫ এপ্রিল থেকেই রাজ্যে কার্যত শুরু হয়ে যাচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ও বিশেষভাব সক্ষমদের ভোট নেওয়া হবে। এনিয়ে আগেই জানি দিয়েছিল নির্বাচন কমিশন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় প্রথম ২ দফারা ভোটের জন্য আগামী ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। কিন্তু এই ধরনের ভোটার কতজন তা এখনও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি। আগামী ১-২ দিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে বাংলায় লোকসভার ভোটে নেওয়া হবে। ভোট হবে মোট ৭ দফায়। ২০১৯ সালেও ৭ দফাতেই লোকসভার ভোট নেওয়া হয়েছিল।

কবে কোথায় ভোটগ্রহণ

দফা ১ – ১৯ এপ্রিল ২০২৪। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি লোকসভা আসনে হবে নির্বাচন।

দফা ২ – ২৬ এপ্রিল ২০২৪। রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং লোকসভা আসনে হবে নির্বাচন।

দফা ৩ – ৭ মে ২০২৪। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভা আসনে হবে নির্বাচন।

দফা ৪ – ১৩ মে ২০২৪। বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বোলপুর, বীরভূম, বরধমান-পুর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল লোকসভা আসনে হবে নির্বাচন।

দফা ৫ – ২০ মে ২০২৪। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ লোকসভা আসনে হবে নির্বাচন।

দফা ৬ – ২৫ মে ২০২৪। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, পুরুলিয়া লোকসভা আসনে হবে নির্বাচন।

দফা ৭ – ১ জুন ২০২৪। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ লোকসভা আসনে হবে নির্বাচন।

এদিকে,  বাংলা-সহ ৬ রাজ্যে স্পেশাল অবাজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। সাধারণ, বিশেষ ও পুলিস অবজার্ভার নিয়োগ করল কমিশন। বাংলার জন্য সাধারণ অবজার্ভির হলেন অলোক সিনহা, রাজ্যের জন্য পুলিস স্পেশাল অবজার্ভার হলেন অনি কুমার শর্মা।

(Feed Source: zeenews.com)