জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এপার ওপার দুই বাংলাতেই ঈদে বাড়ি যাওয়ার সময় বাস, ট্রেন, গাড়িতে বাদুরঝোলা অবস্থা। তাই অনেকই ভিড় এড়াতে বাইকেই ঘরে পাড়ি দেন। বিশেষকরে বাংলাদেশে তো মারাত্মক অবস্থায় হয় ঈদে। এমনও দেখা গিয়েছে ট্রেনের ছাদে চেপে বাড়ি যাচ্ছেন লোকজন। আর বাইকে যেতে গিয়ে দুর্ঘটনায় প্রতি বছরেই প্রাণ হারান বহু মানুষ। সেই অবস্থা থেকে এবার বেরিয়ে আসতে চলছে বাংলাদেশ সরকার। এর জন্য জারি করা হয়েছে বাইকে নিষেধাজ্ঞা।
ঢাকা মেট্রোপলিটন পুলিস কমিশনার হাবিবুর রহমান বলেন, দেশের সড়ক দুর্ঘটনার অর্ধেকের বেশি হয়ে থাকে বাইকে। তাই এবার ঈদে বাইকে বাড়ি যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে পুলিসকর্মীরাও বাইরে বাড়ি যেতে পারবেন না।
হাবিবুর রহমান আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না চলে সেদিকে সর্বোচ্চ সতর্ক নেওয়া হয়েছে। বাসমালিকদের নিষেধ করা হয়েছে যেন এসব গাড়ি তারা রাস্তায় বের হতে না দেয়। তারপরও কেউ যদি এ ধরনের গাড়ি রাস্তায় বের করে তার বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঈদযাত্রা যেন শান্তিপূর্ণ ও যানজটমুক্ত হয় সেজন্য পুলিসের পক্ষ থেকে যা যা করার তার সবকিছুই করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে অনুরোধ করেছেন তিনি।
ঈদে লাখ লাখ মানুষ ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো দেশ শহর থেকে গ্রামে বাড়িতে ফেরেন। আর তাতে বাস, ট্রেন, ফেরি ক্ষমতার থেকে অনেক বেশি যাত্রী নিয়ে যাত্রা করে। এতে কখনও ফেরি দুর্ঘটনা, কখনও বস দুর্ঘটনার কবলে পড়েন বাড়িমুখি মানুষজন। ফলে ঈদের আনন্দ তো দূরের কথা গোটা ঈদটাই তাদের পরিবারের কাছে মাটি হয়ে যায়। স্পেশাল বাস, ট্রেন দিয়েও ভিড় সামলালো দায় হয়ে যায় প্রশাসনের। ফলে এজিনিস আক চলতে দিতে রাজি নয় বাংলাদেশ সরকার।
(Feed Source: zeenews.com)