আবার বাংলায় প্রধানমন্ত্রী, সারাদিনের কর্মসূচি এক নজরে

আবার বাংলায় প্রধানমন্ত্রী,  সারাদিনের কর্মসূচি এক নজরে

শিবাশিস মৌলিক, কলকাতা : আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুড়িতে সভা করে দিয়েছেন আগেই। আবার লোকসভা ভোটের আগে বাংলায় এলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর প্রথম সভা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ( Nisith Pramanik ) কেন্দ্র থেকে। সাম্প্রতিক কালে বারবার নিশীথ-উদয়ন গোষ্ঠীর মধ্যে সংঘাত প্রকট হয়েছে। উত্তপ্ত হয়েছে কোচবিহার। এবার সেই আবহেই নিশীথের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী ( PM Modi ) ।

প্রধানমন্ত্রীর সারাদিনের সূচি 
বৃহস্পতিবার কোচবিহার থেকে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাইভোল্টেজ কেন্দ্র । শুক্রবার বিকেল সাড়ে চারটেয় কোচবিহার শহরের রাসমেলা ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি, এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রথমে হাসিমারা এয়ারবেসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। আবহাওয়া ভাল থাকলে সেখান থেকেই কপ্টারে তাঁর কোচবিহার শহরে পৌঁছনোর কথা আছে তাঁর। BJP সূত্রে খবর, ভোটের আগে বাংলায় এই নিয়ে ৯ দিনে চারটি সভা করছেন প্রধানমন্ত্রী।

মোদির টার্গেট ও কোচবিহারের রাজনীতি 
এর আগের সভাগুলি থেকে শুধু  সমর্থনের আবেদন নয়, মানুষের কাছে বা কর্মীদের একেবারে সংখ্যা উল্লেখ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন নরেন্দ্র মোদি। বঙ্গ শিবিরকে ৪২-এ ৪২ এর টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এখনও পর্যন্ত বিজেপি ৪২ টি আসনের প্রার্থীর নামই দিতে পারেনি বিজেপি। তবে বেশির ভাগ আসনের প্রার্থীর নামই এখন ঘোষিত। কিছু কিছু জায়গায় বিজেপিরই  অন্দরে প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষের খবরও এসেছে। প্রথম দফায় বাংলার ২০ জন প্রার্থীর তালিকাতেই ছিল নিশীথ প্রামাণিকের নাম। জেলার লোসকসভা আসনে প্রার্থী ঘোষণা হতেই, বেসুরো হন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বলেন, ‘রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।’ কোচবিহারে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই এমন কথা শোনা যায় তাঁর কথায় । তাই কোচবিহার কেন্দ্রে মোদির সভা করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আগের লোকসভা নির্বাচনগুলির ফল 
২০১৪-র লোকসভা ভোটে ফরওয়ার্ড ব্লকের দীপককুমার রায়কে ৮৭ হাজার ১০৬ ভোটে হারান তৃণমূলের রেণুকা সিংহ। তৃণমূল সাংসদ রেণুকা সিংহের আকষ্মিক মৃত্যুর কারণে ২০১৬ সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। সেই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হেমচন্দ্র বর্মনকে ৪ লক্ষ ১৩ হাজার ২৪১ ভোটে হারান তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। এরপর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কোচবিহারে খেলা ঘুরিয়ে দেয়
বিজেপি। তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর চেয়ে ৫২ হাজারের কিছু বেশি ভোট পেয়ে সাংসদ হন বিজেপির নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদও পান তিনি। এবার দেখার, মোদির প্রচারসভা পদ্মের ভাঁড়াড়ে জোয়ার আনতে পারে কি না ।

(Feed Source: abplive.com)