Earthaquake in Himachal Preadesh: হিমাচল প্রদেশে তীব্র ভূমিকম্প! কেঁপে উঠল চাম্বা শহর

Earthaquake in Himachal Preadesh: হিমাচল প্রদেশে তীব্র ভূমিকম্প! কেঁপে উঠল চাম্বা শহর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভূমিকম্প! রিখটাল স্কেলে তীব্রতা ছিল ৫. ৩। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এবার হিমাচল প্রদেশের চাম্বা চাম্বা শহরে। কাঁপল মানালিও।

মানালি থেকে দূরত্ব ১০০ কিমি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোগ্রাফি জানিয়েছে, আজ শুক্রবার রাতে সাড়ে ন’টা নাগাদ ভূমিকম্প হয় চাম্বা শহরে। কম্পন টের পাওয়া যায় মানালিতেও। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘কয়েক সেকেন্ডে ভালোই ঝাঁকুনি হয়েছে। আমি নীচে নামার কথা ভাবছিলাম, তখনই থেমে গেল’।

গত বছরের শেষে পর পর ভূমিকম্প হয়েছিল উত্তর ভারতে। কেঁপে উঠেছিল হিমালয় অধ্যুষিত উত্তরের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু-কাশ্মীর এবং লেহ ও লাদাখ। বস্তুত, গতকাল বুধবার ভয়াবহ ভূমিকম্প হয় তাইওয়ানে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপানে।

(Feed Source: zeenews.com)