সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ভোটের (Loksabha Election 2024 )আগে ভুলেছেন গ্ল্যাম-ওয়ার্ল্ড, ত্বক-চুলের সৌন্দর্য নিয়ে ভাবনা চিন্তা, হুগলি চষে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachana Banerjee ) । মাথার উপর গনগনে রোদ। তাপমাত্রা ৩৭ ডিগ্রি পেরিয়েছে। তারই মধ্যে ছুটে বেড়াচ্ছেন। প্রচারে , জন সংযোগে দিন কাটছে । কিন্তু এই গরমে কিছু বিষয়ে বারবার নজর রাখার কথা বলছে আবহাওয়া দফতর। শুক্রবার প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল পরিচালিত বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী।
বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সপ্তগ্রাম বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। সকালে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন তিনি। বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত চলে জনসংযোগ। হুডখোলা গাড়িতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন তৃণমূল পরিচালিত বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে এক চিকিৎসক তাঁকে দেখেন। পার্টি অফিসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার প্রচারে অংশ নেন তিনি।
হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলিতে সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। বৃহস্পতিবারই লকেট চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে সব প্রার্থীদেরই গরমে সাবধানে থাকার পরামর্শ দেন। প্রচন্ড গরমে সব প্রার্থীদেরই বেশি করে জল ও ঠান্ডা ভাত খাওয়ার পরামর্শ দেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেট আরও জানান, আমি নিজে বেশি করে বাতাসা খাচ্ছি, জল খাচ্ছি। সবাই কে বলবো বেশি করে জল খান, মুড়ি-জল খান। বিগত দিনে চারটি নির্বাচনে এই পদ্ধতিতে লড়েই ভালো থেকেছি।
হুগলিতে এবার দুই অভিনেত্রীর লড়াই ঘিরে চর্চা তুঙ্গে। একদিকে পাঁচ বছরের সাংসদ লকেট ! আরেকজন সদ্য রাজনীতিতে এসেছেন ! এই দুই তারকার লড়াইয়ে কে জেতে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলের জন্য। তবে দুই প্রার্থীই এখন জোর দিচ্ছেন গরম থেকে নিজেদের রক্ষা করে ভোট প্রচারে।
(Feed Source: abplive.com)