১৪ বছর পর ‘কামব্যাক’ ফরদিন খানের, ভনশালীর ‘হীরামান্ডি’ ছবিতে অভিনেতার লুক প্রকাশ

১৪ বছর পর ‘কামব্যাক’ ফরদিন খানের, ভনশালীর ‘হীরামান্ডি’ ছবিতে অভিনেতার লুক প্রকাশ

নয়াদিল্লি: মুক্তি পাওয়ার অপেক্ষায় সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’ (Heeramandi: The Diamond Bazaar)। ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে ভনশালীর। আর তাঁর হাত ধরেই দীর্ঘ ১৪ বছর পর অভিনয়ে ফিরছেন ফরদিন খান (Fardeen Khan)। আজ প্রকাশ্যে এল তাঁর লুক, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘হীরামাণ্ডি’ ছবির হাত ধরে কামব্যাক ফরদিন খানের

মণীশা কৈরালা, সোনাক্ষী সিন্হা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ ও শর্মিন সয়গল অভিনীত ‘হীরামাণ্ডি’ দেখার অপেক্ষায় বহুদিন ধরেই রয়েছেন দর্শক। এটিই সঞ্জয় লীলা ভনশালীর তৈরি ওটিটির জন্য প্রথম কাজ। তবে এতদিন ছবির নারী চরিত্রদেরই প্রকাশ্যে আনা হয়েছিল। এবার একে একে প্রকাশ্যে এল পুরুষ চরিত্রদের লুক। আর তাতেই মিলল চমক।

শনিবার ভনশালী প্রোডাকশনের তরফে ছবির একাধিক নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে যার মাধ্যমে বাকি কাস্টের সঙ্গে পরিচয় করানো হল দর্শকের। ফরদিন খান এই ছবির হাত ধরে ১৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন। পোস্টারে তাঁকে রাজকীয় বেশে দেখা গেল, সামনে এক ট্রে ভরতি গয়না। ক্যাপশনে লেখা, ‘প্রেম এবং কর্তব্যের ঘূর্ণিঝড়ের লড়াইয়ে আটকে পড়ে, ওয়ালি মহম্মদ তাঁর রাজকীয় দায়িত্বের সঙ্গে তাঁর হৃদয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টায়।’ উল্লেখ করা হয় ওয়ালি মহম্মদের চরিত্রেই ফিরছেন ফরদিন খান।

এছাড়া ছবিতে শেখর সুমন ও তাঁর ছেলে অধ্যয়ন সুমনকেও অভিনয় করতে দেখা যাবে। তাঁদের প্রথম লুকও এদিন প্রকাশ্যে আসে। জুলফিকরের চরিত্রে শেখর সুমন, জরোভারের চরিত্রে অধ্যয়ন সুমন, তাজদারের চরিত্রে তাহা শাহ বাদুষাকে দেখা যাবে।

‘হীরামান্ডি’ ১৯৪০-এর দশকের ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমির বিরুদ্ধে স্থাপিত গণিকা এবং তাদের পৃষ্ঠপোষকদের গল্প ও তখনকার সাংস্কৃতিক বাস্তব প্রেক্ষাপট তুলে ধরবে। নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পাবে আগামী ১ মে।

(Feed Source: abplive.com)