‘গোমাংস খাই না!’ ‘গর্বিত হিন্দু’ কঙ্গনার দাবি উড়িয়ে পুরনো পোস্ট খুঁজে বের করলেন নেটিজেনরা

‘গোমাংস খাই না!’ ‘গর্বিত হিন্দু’ কঙ্গনার দাবি উড়িয়ে পুরনো পোস্ট খুঁজে বের করলেন নেটিজেনরা

নয়াদিল্লি: কিছুদিন আগেই যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। দাঁড়িয়েছেন এবারের লোকসভা নির্বাচনেও (Lok Sabha Elections 2024)। আর এখানেও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। আসন্ন লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডির (Mandi) বিজেপি প্রার্থী (BJP Candidate) কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) রাজনৈতিক জীবনের শুরুতেই বিতর্কের ঘনঘটা। গোমাংস (beef) তিনি খান নাকি খান না? সেই থেকেই বিতর্কের সূত্রপাত।

‘গোমাংস’ বিতর্কে কঙ্গনার মন্তব্য মানতে নারাজ নেটিজেনরা

সম্প্রতি তিনি ‘গোমাংস’ খাওয়ার সমস্ত ‘অভিযোগ’ অস্বীকার করেন, এবং সেই সঙ্গে তিনি জোর গলায় জানান যে তিনি নিরামিষাশী এবং একজন ‘গর্বিত হিন্দু’। এক সভায় কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন যে এর আগে সোশ্যাল মিডিয়ায় গোমাংস খেয়েছেন বলা সত্ত্বেও কঙ্গনাকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে।

‘এক্স’ হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। কঙ্গনার দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব বলা হচ্ছে। নেটদুনিয়া যদিও অভিনেত্রীর এই ‘সাফাই’ শুনে সন্তুষ্ট নন। তাঁরা খুঁজে বের করেছেন সেই পুরনো ট্যুইট যা অভিনেত্রী নিজেই পোস্ট করেছিলেন এবং লিখেছিলেন যে গোমাংস খাওয়ায় কোনও ক্ষতি নেই।

তিনি লেখেন, ‘আমি গোমাংস বা কোনও ধরনের লাল মাংস খাই না, আমার সম্পর্কে যে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। আমি প্রায় এক দশক ধরে ইয়োগিক ও আয়ুর্বেদিক জীবনযাত্রার প্রচার করছি, এই ধরনের কাণ্ড আমার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। আমার মানুষজন আমাকে চেনেন ও তাঁরা জানেন যে আমি গর্বিত হিন্দু এবং তাঁদের কোনও কিছুই ভুল দিকে চালিত করতে পারবে না, জয় শ্রী রাম।’

নেটিজেনরা কোনও সময় নষ্ট না করে কঙ্গনার ২০১৯ সালের পোস্ট খুঁজে বের করেন। সেখানে লেখা ছিল, ‘গোমাংস খাওয়ায় কোনও সমস্যা নেই।’

এক নেটিজেন লেখেন, ‘কোনও আসল হিন্দু কখনও গোমাংস খাবেন না বা তার প্রচারও করবেন না।’ আবার একজন লেখেন, ‘মিথ্যাবাদী! কিছু বছর আগেও কীভাবে আপনি প্রকাশ্যে গোমাংসের পক্ষে ছিলেন।’

লোকসভা নির্বাচন ২০২৪-এ বিজেপির হয়ে হিমাচল প্রদেশের মান্ডিতে ভোটে লড়বেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত।

(Feed Source: abplive.com)