শাহরুখ খান
বিশ্ব ভ্রমণ করেও কিং খানের আন্তর্জাতিক খাবারের পরিবর্তে পছন্দ লাজাবাব গ্রিলড চিকেন। ক্রিস্পি হোক কিংবা জুসি, এই চিকেনের ডিশটি প্রতিদিন শাহরুখের লাঞ্চে চাই চাই।
ক্যাটরিনা কাইফ
দেখতে ভালো থাকতে হবে, ফিগার ঠিক রাখতে হবে এসব কারণে ফ্যাটি ক্যালোরী যুক্ত খাবারে এক্কেবারে কি না পসন্দ অভিনেত্রীর? না,ক্যাটরিনা সেসবের তোয়াক্কা না করেই জানিয়েছেন তিনি ডেজার্টের ভক্ত। তার সবচেয়ে পছন্দের খাবার আইসক্রিম আর দারচিনির রোল।
অক্ষয় কুমার
প্রথম জীবনে অভিনেতা অক্ষয় কুমার থাইল্যান্ডের একটি রেস্তোরাঁতে কাজ করতেন। সেখানেই তিনি প্রথমবার খেয়েছিলেন তার প্রিয় খাবারটি। গরম, মশলাদার ভারতীয় খাবারের পাশাপাশি তিনি থাই গ্রিন কারিও খুব পছন্দ করেন।
করিনা কাপুর খান
কয়েক শতাব্দী আগে মুঘল সাম্রাজ্যের রাজকীয় শেফদের দ্বারা মুঘল রান্না আজও খাদ্যপ্রেমীদের হৃদয়ে অনেকটা জায়গা দখল করে নিয়েছে।
অভিনেত্রী করিনা কাপুর খান বিরিয়ানি,পাস্তা এবং পিজ্জা খেতে ভালোবাসেন।
সলমন খান
সল্লু ভাইয়ের বিরিয়ানির সাথে চিরন্তন প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে যার তার বিরিয়ানি নয় সলমনের সবচেয়ে বেশি পছন্দ হল তার মা সালমার নিজের হাতে রান্না করা বিরিয়ানি।
অনুষ্কা শর্মা
নিজের স্লিম-ট্রিম চেহারাকে বজায় রাখার পেছনে অনুষ্কা শর্মা খাওয়ার ব্য়পারে নিয়ম মেনে চলেন । যার মধ্যে অন্যতম হল তার প্রিয় বাটার চিকেন।
তবে তিনি নন ভেজ ডিস পছন্দ করেন, বিশেষ করে তা যদি তার মায়ের হাতে তৈরি হয়।
রণবীর কাপুর
আলিয়ার সঙ্গে ব্রহ্মাস্ত্র সিনেমার পর সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল সিনেমায় দেখা দেবেন তিনি। অভিনেতা রণবীর কাপুর মাটন কারি, বাটার চিকেন এবং পেয়া খেতে ভালোবাসেন।
দীপিকা পাড়ুকোন
ডেনমার্কে জন্ম দক্ষিণ ভারতে বেড়ে ওঠা। তাই হয়ত পদ্মাবতী খ্যাত দীপিকা পাড়ুকোন সবচেয়ে বেশি ইডলি এবং সামুদ্রিক খাবার খেতে পছন্দ করেন।
হৃত্বিক রোশন
ভারতীয়দের অন্যতম প্রিয় সান্ধ্যকালীন জলখাবার হল সিঙাড়া। বলিউড অভিনেতা হৃতিক রোশনের ও পছন্দের খাবার হল সিঙাড়া। অভিনেতা নাকি একবারে প্রায় ১ ডজন সিঙাড়া সাবাড় করে দিতে পারেন।
(Source: oneindia.com)