ওপিনিয়ন পোলে দিলীপের জয়ের সম্ভাবনা দেখছে C Voter, কী বলছেন বিজেপি প্রার্থী নিজে?

ওপিনিয়ন পোলে দিলীপের জয়ের সম্ভাবনা দেখছে  C Voter, কী বলছেন বিজেপি প্রার্থী নিজে?

কমলকৃষ্ণ দে, বর্ধমান-দুর্গাপুর:  সামনেই ভোট 9 Loksabha Election 2024 )। সব দলের প্রস্তুতি তুঙ্গে। তার আগে মানুষের মন বুঝতে সমীক্ষা চালায় সি ভোটার (C Voter )। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের কোনটি যেতে পারে কার দখলে? কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে? তার আভাস পেতেই সমীক্ষা চালায় C Voter। তাদের সমীক্ষা অনুসারে, বর্ধমান দুর্গাপুরে  তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন বিজেপির দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। ওপিনিয়ন পোলের এই সম্ভাবনা সামনে আসতেই বাড়তি উৎসাহ পেয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সমর্থকরা। আর কী বলছেন তাঁদের প্রার্থী দিলীপ ঘোষ ?

‘ যখন প্রথম আসি আপনারা জিজ্ঞাসা করেছিলেন, সার্ভেতে আপনারা বর্ধমান দুর্গাপুরে পিছিয়ে আছেন, আমি বলেছিলাম, এক সপ্তাহ পরে সার্ভে করুন। সেটাই হয়েছে, আমরা এগোতেই থাকব,  ওরা পিছতেই থাকবে, আমি যেটা বলেছি, কীর্তি আজাদ অনেক বড় বড় কথা বলেছেন, বাংলাকে না জেনে, বাংলার লোককে না জেনে। নমিনেশন করতে করতে উনি বুঝতে পারবেন কোথায় দাঁড়িয়ে আছেন।’ বার্তা দিলীপের।

ইতিহাস বলছে, বর্ধমান-দুর্গাপুর এমন একটা আসন, যেখানে ২০১৯ সালে আড়াই হাজারেরও কম ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। তবে অহলুওয়ালিয়াকে নিয়ে যে সেখানকার মানুষ খুশি নন, তা প্রকাশ করেছেন নানাভাবে। দুর্গাপুরে শিল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে সংসদে কথা না-বলার জন্য অহলুওয়ালিয়াকে কাঠগড়ায় তুলেছে দুর্গাপুরের মানুষ।  শেষ বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল তৃণমূল। তাই লড়াই হতে পারে শক্ত। সি ভোটারের সমীক্ষাও বলছে, এই কেন্দ্রে বিজেপির তুরুপের তাস দিলীপের সঙ্গে তৃণমূলের তারকা-চমক কীর্তি আজাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

এই কেন্দ্রে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ।  গত বিধানসভা ভোটের ফল দেখে আত্মবিশ্বাসী  তৃণমূলও। আক্রমণ-প্রতি আক্রমণে তপ্ত বর্ধমান দুর্গাপুরের মাটি। এই কেন্দ্রে দিলীপ ঘোষ তাঁর নিজের ক্যারিশ্মা দেখাতে পারে কি না, সেটাই দেখার।

অন্যদিকে বারাসাতে দলীয় কর্মীদের ভোট কেন্দ্রের বাইরে চ্যালা কাঠ নিয়ে তৈরি থাকতে বলেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এবার সেই নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, ‘বিজেপির কিছু লাগে না ভোটই অস্ত্র, মানুষ ওটা দেবে আমাদেরকে, ওই ভাবেই হারাবো সবাইকে। ‘ যদিও তিনি যোগ করেন, ‘ চ্যালাকাঠ কেন গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি। যে যা বলবে আর চুপ করে থাকবে ঐদিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে’ ।

(Feed Source: abplive.com)