৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান ? ভারতীয়দের এই পরামর্শ দিল বিদেশমন্ত্রক

৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান ? ভারতীয়দের এই পরামর্শ দিল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি : সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে ইজরায়েল। আশঙ্কা করা হচ্ছে, যার জবাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইজরায়েলে সরাসরি হামলা চালাতে পারে ইরান। এই পরিস্থিতিতে ভারত-সহ একাধিক দেশ নিজেদের দেশের নাগরিকদের ইজরায়েল যেতে নিষেধ করল। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে- ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও ইংল্যান্ড।

আমেরিকার বার্তা –

মধ্যপ্রাচ্যে এই অশান্তির আবহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, ইরান কত তাড়াতাড়ি ইজরায়েলে হামলা চালাতে পারে ? তার উত্তরে বাইডেন বলেন, ‘আমার মনে হচ্ছে শীঘ্রই হামলা চালাতে পারে।’ যদিও তা না করতে ইরানকে বার্তাও পাঠিয়েছেন বাইডেন।

সাংবাদিকদের আরও স্পষ্ট প্রশ্নে বাইডেনের বক্তব্য, ‘আমরা ইজরায়েলকে রক্ষা করতে বদ্ধপরিকর । ইজরায়েলকে সমর্থন করব। আমরা ইজরায়েলকে সাহায্য করব এবং ইরান সফল হবে না।’ এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সৈন্য-সহায়তা পাঠানের কথা আগেই জানিয়েছে আমেরিকা।

ভ্রমণ-সংক্রান্ত উপদেশাবলী ভারতের-

সম্ভাব্য যুদ্ধ-আশঙ্কায় ভারতীয়দের উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে নোটিস জারি করে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি জারির আগে পর্যন্ত ভারতীয়রা যেন ইরান বা ইজরায়েল না যান। শুধু তা-ই নয়, যেসব ভারতীয় এই মুহূর্তে ইরান বা ইজরায়েলে বসবাস করছেন তাঁদের যেন যত দ্রুত সম্ভব সেখানকার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করান।

প্রেক্ষাপট-

এই অশান্তির পেছনে কী রয়েছে ? দুই দেশের মধ্যে উত্তেজনার এই পারদ চড়ার কারণ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনা। ইরান এই ঘটনার পেছনে ইজরায়েলকে দায়ী করেছে। যে হামলায় ইরানের এক শীর্ষস্থানীয় কমান্ডার ও আরও ছয় আধিকারিকের মৃত্যু হয়েছে। গাজায় ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালানো জঙ্গি গোষ্ঠী ও তার সীমান্তবর্তী লেবাননকে সমর্থন জানানোয় ইজরায়েল ইরানের সামরিক আধিকারিকদের নিশানা করেছে বলে অভিযোগ।

এদিকে দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলার প্রত্যাঘাত হিসাবে ইজরায়েলি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে Katyusha রকেট নিক্ষেপ করেছে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। এই জঙ্গি গোষ্ঠীর পেছনে ইরানের মদত আছে বলে অভিযোগ। ইজরায়েলি সেনার বক্তব্য, লেবানন থেকে ৪০টি মতো রকেট নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে কয়েকটি আটকানো গেছে। তবে, কেউ আহত হননি। এর আগে লেবাননের দিক থেকে আসা দু’টি হিজবুল্লাহ ড্রোনকেও রোখা গেছে।

(Feed Source: abplive.com)