লেবাননে হামলার পাল্টা, ইজরায়েলি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

লেবাননে হামলার পাল্টা, ইজরায়েলি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

নয়াদিল্লি : দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলার প্রত্যাঘাত ! ইজরায়েলি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে Katyusha রকেট নিক্ষেপ করল জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। এই জঙ্গি গোষ্ঠীর পেছনে ইরানের মদত আছে বলে অভিযোগ।

ইজরায়েলি সেনার বক্তব্য, লেবানন থেকে ৪০টি মতো রকেট নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে কয়েকটি আটকানো গেছে। তবে, কেউ আহত হননি। এর আগে লেবাননের দিক থেকে আসা দু’টি হিজবুল্লাহ ড্রোনকেও রোখা গেছে।

গত বছর ৭ অক্টোবর প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস দক্ষিণ ইজরায়েল লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে প্রায়ই আন্তঃসীমান্তে গোলাগুলি চলছে হিজবুল্লাহ ও ইজরায়েলি সেনার মধ্যে। এই পরিস্থিতিতে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বক্তব্য, সীমান্তের একাধিক গ্রামে বোমা বর্ষণ করেছে ইজরায়েল। সংবাদ সংস্থা AFP সূত্রের খবর, এখনও পর্যন্ত এই যুদ্ধে লেবাননে ৩৬৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে অধিকাংশই হিজবুল্লাহ জঙ্গি রয়েছে। তবে, ৭০ জন সাধারণ নাগরিকের মৃত্যুও হয়েছে। অন্যদিকে, ইজরায়েলে ১০ জওয়ান ও ৮ নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হিংসার মাঝে পড়ে আতঙ্কে উভয় দিকের সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ নিজেদের বাসস্থান ছেড়েছেন।

এই পরিস্থিতিতে ইরান শীঘ্রই ইজরায়েলে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় মধ্য প্রাচ্যে সৈন্য-সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। তাদের বক্তব্য, ইজরায়েল সিরিয়ায় ইরানিয়ান দূতাবাসে হামলা চালানোর পর পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে তেহরানের তরফে।

আমেরিকার বার্তা –

মধ্যপ্রাচ্যে এই অশান্তির আবহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, ইরান কত তাড়াতাড়ি ইজরায়েলে হামলা চালাতে পারে ? তার উত্তরে বাইডেন বলেন, ‘কোনো তথ্যে ঢুকতে চাই না, তবে আমার মনে হচ্ছে শীঘ্রই হামলা চালাতে পারে। ‘ যদিও তা না করতে ইরানকে বার্তা পাঠিয়েছেন বাইডেন। সাংবাদিকদের আরও স্পষ্ট প্রশ্নে বাইডেনের বক্তব্য, ‘আমরা ইজরায়েলের প্রতিরক্ষায় উদ্যোগী। আমরা ইজরায়েলকে সমর্থন করব। আমরা ইজরায়েল রক্ষায় সাহায্য করব এবং ইরান সফল হবে না।’

এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান সরাসরি ইজরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা থাকায় ভারত-সহ একাধিক দেশ নিজেদের দেশের নাগরিকদের ইজরায়েল যেতে নিষেধ করেছে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে- ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও ইংল্যান্ড।

(Feed Source: abplive.com)