‘আমার সিদ্ধান্ত কাউকে ভয় দেখানোর জন্য নয়, প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে সরে যাব’, জানালেন মোদি

‘আমার সিদ্ধান্ত কাউকে ভয় দেখানোর জন্য নয়, প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে সরে যাব’, জানালেন মোদি

নয়া দিল্লি: লোকসভা ভোটের প্রচারে হাতিয়ার এবার ‘গ্যারান্টি’। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ‘মোদির গ্যারান্টি’ আসলে কী? কেন লোকসভা ভোটে এই হাইভোল্টেজ শব্দই হাতিয়ার হয়ে উঠেছে বিজেপির কাছে?

কী এই ‘মোদির গ্যারান্টি’? 

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘ভোটে সবাই গুরুত্বপূর্ণ। তা না হলে এত বড় ভোট হতে পারে না। শব্দের প্রতি যে কমিটমেন্ট থাকে না। আমার মনে হয় রাজনীতিকরা এখন প্রশ্নের মুখে। আমার মনে হয়, কোনও কথা বললে তার দায়িত্ব নিতে হবে। তাই বলছি গ্যারান্টির কথা। বলেছিলাম ৩৭০ রদ করব। করেছি, এখন জম্মু-কাশ্মীরের ভাগ্য বদলে গেছে। ভরসা অনেক বড় শক্তি। এই ভরসাকে আমি আমার দায়িত্ব মনে করি।’

প্রধানমন্ত্রীর কথায়, ‘এটা দুর্ভাগ্য যে, প্রতিশ্রুতি দিলে নেতারা সেটা পূরণ করেন না। এক নেতা সেদিন বললেন, এক ঝটকায় দারিদ্র দূর করব। যাঁরা ৫-৬ দশক ধরে কিছু করলেন না, এক ঝটকায় করবেন কী করে। নেতারা যে প্রতিশ্রুতি দেন, সেটা পূবরণ করা উচিত। আমি সেই গ্যারান্টি দিতে চাই। ৩৭০ রদ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, করে দেখিয়েছি। ৩ তালাকের ক্ষেত্রেরও যা বলেছিলাম তাই করেছি। যদি প্রতিশ্রুতি পূরণ করতে না পারি, তাহলে সরে যাব’।

প্রধানমন্ত্রীর কথায়, ‘আমি সময় নষ্ট করতে চাই না। আমি মনে করি না যে সব কিছু করে ফেলেছি। এখনও অনেক কিছু করার বাকি আছে। সব পরিবারের স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ। তাই বলি যা হয়েছে তা ট্রেলার।’

সিএএ থেকে এনআরসি, এই দুই প্রসঙ্গে বারংবার বিজেপিকে বিঁধে চলেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে কী ভাবনা? এদিনের সাক্ষাৎকারে মোদির অকপট বার্তা, ‘আমার সিদ্ধান্ত কাউকে ভয় দেখানোর জন্য নয়, কাউকে চেপে রাখার জন্যও নয়। আমার সিদ্ধান্ত দেশের উন্নয়নের জন্য, জনকল্যাণের জন্য। আমি দেরি করতে চাই না। সময় নষ্ট করতে চাই না, তাই বলি। দ্বিতীয়ত, বেশিরভাগ সরকারের এই চিন্তা থাকে যে, আমরা তো সব কিছু করে দিয়েছি। আমরা তো সবই করি। আমি মানি না যে আমি সব কিছু করেছি। আমি বেশি কাজ করার চেষ্টা করেছি। সঠিক দিশায় যাওয়ার চেষ্টা করেছি। তারপরও, অনেক কিছু আছে যা আমাকে করতে হবে। কারণ আমি দেখতে পাই যে দেশের এখনও কত কিছু প্রয়োজন, সব পরিবারের স্বপ্ন পূরণ কী করে করা যা, সেটাই আমি চিন্তা করি।’

(Feed Source: abplive.com)