বাংলাদেশঃ ২৪ এপ্রিল থাইল্যান্ড যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশঃ ২৪ এপ্রিল থাইল্যান্ড যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ এপ্রিল তিন দিনের সফ‌রে থাইল্যান্ড যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর এ সফরে ছয়টি চুক্তি হতে পারে আশা করা হচ্ছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা ও দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন সরকারপ্রধান।

ব্যাংকক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রীর আগামী ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৪ মে গাম্বিয়া পৌঁছানোর কথা ছিল।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ বৈঠক ও গাম্বিয়াতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য সফরের কথা ছিল শেখ হাসিনার।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩টি সফরের বিষয়ে আলোচনা হয়। কিন্তু রাতে এ সফর বাতিলের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন। সেক্ষেত্রে এই ২ দেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন।

তবে আগামী ২৪ এপ্রিল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) একটি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

(Feed Source: sunnews24x7.com)