ওষুধ পড়তেই গায়েব ক্যান্সার! এবার কি মারণ রোগ থেকে মুক্তি পেতে চলেছে বিশ্ব?

ওষুধ পড়তেই গায়েব ক্যান্সার! এবার কি মারণ রোগ থেকে মুক্তি পেতে চলেছে বিশ্ব?

নিজস্ব প্রতিবেদন: ক্যান্সার, বাংলায় যাকে বলে কর্কট রোগ। এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর হাতছানি থাকে পদে পদে। কিন্তু সম্প্রতি যে গবেষণা হয়েছে সেখানে দেখা গিয়েছে একটি ওষুধের ট্রায়ালে ১০০ শতাংশ নির্মূল হয়েছে এই রোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারে এই অসাধ্যসাধন কাজটি হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

যদিও এটি একটি ট্রায়াল মাত্র। অল্প সংখ্যক রোগীদের দেহেই করা হয়েছে এই পরীক্ষা। ক্যান্সারের নিরাময়ক ওষুধ কিংবা চিকিৎসা রোগীকে সাময়িক সাহায্য দিলেও সম্পূর্ণ নিরাময় সম্ভব হয় না সংকটজনক ক্ষেত্রে। অস্ত্রোপচার বা কেমোথেরাপির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য রোগীকে রিলিফ দেওয়া যায়। দ্য নিউ ইয়র্কস টাইমস সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গবেষকরা এই পরীক্ষায় ডস্টারলিমাব (Dosterlimab) নামক একটি ওষুধ দিয়েছেন ১২ জন রেক্টাল ক্যান্সার আক্রান্ত রোগীকে।

এরপর তাদের শারীরিক পরীক্ষা, এন্ডোস্কোপি, এমআরআই স্ক্যান,  পজিট্রন এমিশন টোমোগ্রাফি,  পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সবকটির মাধ্যমেই ক্যান্সার শনাক্ত করা যায়নি। বরং মনে করা হচ্ছে তারা ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এই ফলাফলেই আশা জেগেছে বিশ্বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০২০ সালে প্রায় ১০ মিলিয়ন মানুষ মারা গিয়েছে। এর মধ্যে ৬ মিলিয়নের মৃত্যু হয়েছে ক্যান্সারে। এই পরিসংখ্যানে স্তন ক্যান্সারে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বজুড়ে ওই সময়কালের মধ্যে প্রায় ২.২৬ মিলিয়ন মানুষের স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।  ফুসফুসে ক্যান্সার হয়ে মৃত্যু হয়েছে ২.২১ মিলিয়নের, রেক্টাম ক্যান্সারে মৃত্যু হয়েছে ১.৯৩ মিলিয়নের।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারের চিকিৎসক  ডাঃ লুইস এ ডিয়াজ জুনিয়র নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্রে বলেছেন যে এই ওষুধটি প্রতিটি রোগীর ক্যান্সারকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হয়েছে। আমি মনে করি যে  এটি ক্যান্সার ইতিহাসে প্রথমবারের জন্য হয়েছে।

সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ, ডঃ অ্যালান পি ভেনুক যিনি এই গবেষণার অংশ নন, তিনিও জানিয়েছেন এই ফলাফল বিশ্বে প্রথম। ক্যান্সারকে সম্পূর্ণভাবে নির্মূল করার ঘটনা অবিশ্বাস্যর মতোই। গবেষকরা জানিয়েছেন ফের আক্রান্ত স্থান থেকে নতুন করে ক্যান্সার ছড়িয়ে পড়াও সম্ভব নয়৷

কীভাবে কাজ করে এই ওষুধ? রোগীদের ছয় মাসের জন্য প্রতি তিন সপ্তাহে ডস্টারলিমাব দেওয়া হয়েছিল। ওষুধটির লক্ষ্য ক্যান্সার কোষগুলিকে শানক্ত করা যা শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করতে দেয়। এই ওষুধগুলি মূলত ‘চেকপয়েন্ট ইনহিবিটর’ এর কাজ করেছিল। এই ওষুধ প্র‍য়োগে কিছু প্রতিক্রিয়া শরীরে দেখা যায় তবে তা গুরুতর কিছু নয়৷ তবে একেবারে নেগেটিভ রিঅ্যাকশন কিছু হয়নি।

জানা গিয়েছে এই চিকিৎসার খরচ কিছু মহার্ঘই। যদি আগামী দিনে আরও নানান পরীক্ষায় সফল হয় এই ওষুধ তবে সেই দামও অনেকটাই। এই ট্রায়াল ডোজের এক একটির মূল্য ১১ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৫৫ লক্ষ প্রতি ডোজ।

(Source: zeenews.com)