‘জনতার জাগরণ ঘটেছে, অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে কোচবিহারে’, এক্সক্লুসিভ নিশীথ

‘জনতার জাগরণ ঘটেছে, অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে কোচবিহারে’, এক্সক্লুসিভ নিশীথ

উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার : প্রথম দফায় দিনভর ঘটনাবহুল থেকেছে কোচবিহার ( Cooch Behar )। কারও মাথা ফেটেছে। কেউ আঘাত লেগেছে চোখে। কেউ আবার অল্পের জন্য বেঁচে গিয়ে আতঙ্কে হাউমাউ করে কেঁদে ফেলেন। তৃণমূল-বিজেপির সংঘর্ষ, রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে ভাঙচুরের ছবিও সামনে আসে। তবু নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik ) বললেন, কোচবিহারে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে।

কোচবিহারে শেষমেষ ৮২.১৭ শতাংশ ভোটও পড়েছে । এখন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে চান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি চিঠি দেবেন তিনি কমিশনকে। কী বলবেন? এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন, কমিশনকে কতকগুলি পরামর্শ দেবেন তিনি। নির্বাচন নির্বিঘ্নে হয়েছে, বলছেন নিশীথ। নিশীথের কথায় ‘ সন্ত্রাসকবলিত এলাকায় অবাধ নির্বাচন হয়েছে। মানুষ মানুষের অধিকার প্রয়োগ করতে পেরেছে। গত পঞ্চায়েত নির্বাচনেও যা হয়নি। এবার মানুষ উৎসব মুখরিত মেজাজে নিজের ভোট নিজে দিয়েছেন। এবার জনতার জাগরণ  ঘটেছে’।

নির্বাচন কমিশনকে তিনি নিশীথের পরামর্শ, বাড়ি থেকে যে পথে মানুষ বুথে আসবেন, সেখানে যেসব স্পর্শকাতর জায়গাগুলি আছে, সেগুলি চিহ্নিত করে সেখানে পুলিশ পিকেটিং করা হোক বা প্যারা মিলিটারি ফোর্সের নজরদারি বাড়ানো হোক। তাহলে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে নিজে গিয়ে নিজের বুথে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ। তাই অনেকেরই ধারণা, তাঁর কেন্দ্রে সেন্ট্রাল ফোর্সের সক্রিয়তা বেশি ছিল। অন্যান্য জায়গাতেও কি কেন্দ্রীয় বাহিনী ততটা সক্রিয় থাকবে ? প্রশ্ন অনেকের। তবে নিশীথের আশ্বাস, সব কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী একইরকম সক্রিয় ও দায়িত্ববান ভূমিকা পালন করবে। তাই বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে মানুষের কোথাও অসুবিধে হবে না। কিন্তু বাকি যে জায়গাটা থেকে যায়, পুলিশের ডিউটি, বাকি  জায়গাটা ক্লিয়ার করানো পুলিশের ডিউটি। গলির মুখ গুলো , যেখান দিয়ে হয়ত বহু ভোটারকে আসতে হবে, সেই জায়গাগুলিকে চিহ্নিত করে, সেখানে পুলিশের নজরদারি বাড়ানো দরকার, সেই সঙ্গে প্যারা মিলিটারি ফোর্সের রুটমার্চ বাড়ানো প্রয়োজন।

নিশীথ চান, উত্তরবঙ্গের যে ৩ টি কেন্দ্রে প্রথম দফায় ভোট হল, তা যেমন ‘শান্তিপূর্ণ’ হয়েছে, তেমনই হোক অন্যান্য সব কেন্দ্রে ভোট হোক। সম্ভব হলে এর থেকেও বেশি শান্তিপূর্ণ ভোট হোক। নিশীথের দাবি, প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। আর এর পিছনে মূল কারণ হল জন জাগরণ। এভাবেই ভোট হোক বাকি দফাগুলিতেও , মত নিশীথের।

(Feed Source: abplive.com)