বাংলাদেশঃ ব্যক্তি এক, অপকর্ম অনেক

বাংলাদেশঃ  ব্যক্তি এক, অপকর্ম অনেক

গাজীপুর প্রতিনিধি : জনপ্রিয়তার শীর্ষে থাকা উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত গণমানুষের দল বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় টানা তিন মেয়াদে আছে প্রায় পনের বছর। ফলে সুবিধাভোগী অনেক ভিন্ন মতাবলম্বীরা অপকর্মের মহাসাগর পাড়ি দিতে চান নৌকায় চড়ে।

শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন । যদিও এলাকায় জনশ্রুতি আছে তিনি পূর্বে বাংলাদেশ জাতীয় পার্টির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। পাশাপাশি বহু দল বদলের অভিযোগ রয়েছে এ নেতার বিরোদ্ধে।

অভিযোগ রয়েছে বিভিন্ন রকমের বিতর্কিত ব্যবসা নির্বিঘ্নে পরিচালিত করতে সব সরকারের আমলেই সরকারী দলের সাথে সুসম্পর্ক গড়েন তিনি।

সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার পর জানা গেছে তিনি নিজ বাড়ীতে “মহামান্য হাইকোর্ট” কর্তৃক নিষিদ্ধ অটোরিকশা চার্জের ব্যবসা করতেন তিনি। যা বর্তমান সরকারের সকল অর্জনকে নস্যাৎ করতে ব্যাপক ভূমিকা রাখে। কেননা যানজট, দুর্ঘটনা, বিশৃঙ্খলতা ও বিদ্যুৎ অপচয়ের অন্যতম কারণ অটোরিকশা।

ক্ষমতাধর ওয়ার্ড আওয়ামীলীগের এই নেতা নিষিদ্ধ পন্থায় ও নিজ ক্ষমতায় সেই অটোরিকশার বৈদ্যুতিক চার্জের বাণিজ্যিক আস্তানা গড়েছিলেন নিজ বাড়ীতে এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিস উক্ত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও মালামাল জব্দ করে।

সরকার দলীয় এই নেতার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রসঙ্গে শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নূরে আলম বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করিনা। আর যদি কেউ কোন অপরাধ করে থাকে তবে তার শাস্তি সে পাবে।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের এজিএম তানভীর মাহিম বলেন, আমরা অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করেছি। পল্লী বিদ্যুৎ এর আইন অনুযায়ী জরিমানা আদায় অথবা মামলা করা হবে।

প্রসঙ্গত, এর আগে মোঃ তোফাজ্জল হোসেনের নামে অবৈধ গ্যাস ব্যবহারের দরুণ ২০১৯ সালে গ্যাস আইনে একটি মামলা হয়। যা নম্বর ৬৭(১১)১৯ শ্রীপুর থানা। এসবে পাশাপাশি ধর্ষণ, মারামারি, ভূমি দখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে সরকার দলীয় নেতার বিপরীতে।

এ সকল অভিযোগের প্রেক্ষিতে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, পুরাতন মিটারের বদলে নতুন মিটার স্থাপনার ফলে এমনটা হয়েছে। তিনি আরো যোগ করে বলেন বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি আমাকে অবগত করলেও বিষয়টি আমি আসলে সেভাবে নেইনি।

(Source: sunnews24x7.com)