ইরান-ইজরায়েলের তাল ঠোকাঠুকিতে নতুন বিপদ? ওয়েস্ট ব্যাঙ্কে হামলা জারি IDF-র

ইরান-ইজরায়েলের তাল ঠোকাঠুকিতে নতুন বিপদ? ওয়েস্ট ব্যাঙ্কে হামলা জারি IDF-র

নয়াদিল্লি: গাজার পর এবার ‘টার্গেট’ ওয়েস্ট ব্যাঙ্ক? দুদিনের ‘সন্ত্রাসদমন’ অভিযানে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের অন্তত ১৪ জনকে মেরেছে আইডিএফ, এমনই দাবি প্যালেস্তাইনের স্বাস্থ্য় মন্ত্রকের। যদিও আইডিএফের বক্তব্য, তারা ১০ জন সন্ত্রাসবাদীকে শেষ করেছে। আর ৮ জন ‘ওয়ান্টেড’ সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। সত্য-মিথ্যার তর্ক একপাশে সরিয়ে রেখে যদি শুধু ওয়েস্ট ব্যাঙ্কের অল-শমস শরণার্থী শিবিরের ছবিগুলো দেখা যায়, তা হলে গায়ে কাঁটা দিতে বাধ্য। শরণার্থী শিবির বলতে এখন সেখানে ইট-কাঠ-পাথরের চাঙর পড়ে রয়েছে, ইতিউতি উঁকিঝুঁকি দিচ্ছেন সন্ত্রস্ত মানুষ। একদিকে যখন এই ছবি, তখন ইরান-ইজরায়েলের তাল ঠোকাঠুকি নতুন মাথাব্যথা হয়েছে পশ্চিম এশিয়ায়। তবে সূত্রের খবর, আমেরিকার তরফ থেকে ইজরায়েলকে আর এক প্রস্ত আর্থিক অনুদানের বিষয়টি প্রকাশ্যে আসতেই যুদ্ধের সুরে কিছুটা ভাঁটা পড়েছে।

ইরান ও ইজরায়েল…
গত সপ্তাহখানেক ধরে দুই ‘শত্রু’ দেশের মধ্যে যা চলছিল, তাতে পশ্চিম এশিয়ার পাশাপাশি গোটা পৃথিবীই প্রমাদ গুনতে শুরু করে। সপ্তাহখানেক আগে ইজরায়লে যে ড্রোন হামলা চালিয়েছিল ইরান, তার পর থেকেই পশ্চিম এশিয়ার বাসিন্দাদের রক্তচাপ চরমে। একে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ নিয়ে সেই অক্টোবর থেকে ধুন্ধুমার চলছে। এবার ইরান যদি একেবারে সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে, তা হলে শুধু পশ্চিম এশিয়া নয়, গোটা বিশ্বের অর্থনীতিতে আলোড়ন পড়বে। ইজরায়েল হুঙ্কার দিয়েছিল, ড্রোন হামলার জবাব তারা দেবে। যদিও তেহরান বলে, আকাশপথে দামাস্কাসে তাদের কনস্যুলেটে হামলা চালিয়ে রেভোলিউশনারি গার্ডের যে ৭ জনকে তেল আভিভ মেরে ফেলেছিল, তার প্রত্যাঘাতেই এই ড্রোন-বর্ষণ করা হয়েছে। ইজরায়েলও ফুঁসতে শুরু করে। গত শুক্রবার ‘জবাব’ দেয় ইজরায়েল, দাবি ইরানি সংবাদমাধ্যমের। ইশফাহান প্রদেশে একাধিক বিস্ফোরণ হয় সেদিন। তবে ইরানের বিদেশমন্ত্রী বলেন, ‘যা হল, তা কোনও হামলা নয়। দু-তিনটে কোয়াডকপ্টার উড়ে এসেছিল এখানে। আমাদের ছেলেমেয়েরা এসব নিয়ে খেলে। যতক্ষণ পর্যন্ত ইজরায়েলের সরকার নতুন কোনও বাড়াবাড়ি করছে, ততক্ষণ ইরান কোনও প্রতিক্রিয়া দেবে না।’
তবে ইরাকের সেনাঘাঁটিতে যে মারাত্মক বিস্ফোরণ ঘটে, তা থেকে স্পষ্ট উত্তেজনার চোরাস্রোত মোটেও থিতিয়ে যায়নি। ইতিমধ্যে মার্কিন আর্থিক অনুদানের ঘোষণা। ইজরায়েলের ‘Iron Dome air defence system’-কে আরও উন্নত করা-সহ একাধিক সামরিক সাহায্যের জন্য এই ঘোষণা হতেই তাকে স্বাগত জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। যদিও প্যালেস্তাইন প্রশাসন এটিকে প্যালেস্তাইনের বাসিন্দাদের বিরুদ্ধে আগ্রাসনের চিহ্ন হিসেবেই দেখছে। এর উপর ওয়েস্ট ব্যাঙ্কের অভিযান।

অভিযান সম্পর্কে…
ওয়েস্ট ব্যাঙ্কে যাদের মৃত্যু হয়েছে, তাদের ৯ জনই এক পরিবারের সদস্য বলে খবর। শুধু তাই নয়। অভিযোগ, সেখানে যে থাকা ইজরায়েলি বাসিন্দারা এক অ্যাম্বুল্যান্সচালককেও মেরে ফেলেন। জখম প্যালেস্তিনীয়দের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। সব মিলিয়ে নৃশংসতা কমেনি।  তার মধ্যে ইরান-ইজরায়েল সম্পর্কের বর্তমান পরিস্থিতি।

(Feed Source: abplive.com)