ক্যারাটে কমব্যাট লিগে ভারতের পতাকা হাতে পাকিস্তানের অ্যাথলিট, ভাইরাল ভিডিয়ো

ক্যারাটে কমব্যাট লিগে ভারতের পতাকা হাতে পাকিস্তানের অ্যাথলিট, ভাইরাল ভিডিয়ো

ক্যারাটে কমব্যাট লিগে অসাধারণ ছবি। পাকিস্তানি খেলোয়াড়ের হাতে ভারতের পতাকা। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারত-পাকিস্তান বন্ধুত্বের বার্তা দিতে এগিয়ে এলেন শাহজাব রিন্ধ। ম্যাচে পাকিস্তান জিতলেও খেলার শেষে পাকিস্তানের খেলোয়াড়ের জয়ের থেকেও বেশি চর্চায় তাঁর এক অসাধারণ কাজ। কমব্যাট লিগে ভারতের প্রতিদ্বন্দীকে হারানোর পর নিজের দেশের পতাকার সঙ্গে ভারতীয় পতাকা হাতে তুলে নেন রিন্ধ। সকলের সামনেই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন।

কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা মাঝে মধ্যেই অশান্তি তৈরি করে । ভারতকে কিভাবে ক্ষতবিক্ষত করা যায়, তারই চেষ্টা চালায়। এখনও ভারতীয়দের মধ্যে দগদগে ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারির হামলা। যেদিন ভারতীয় সেনাদের কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এরপর পাল্টা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হলেও শান্তিপ্রীয় ভারতীয়দের মধ্য়ে এখনও সেই জ্বালা রয়েছে।

বিশ্বক্ষেত্রে নিজেদের সম্মান রক্ষার জন্য পাকিস্তান বরাবরই অস্বীকার করে জঙ্গিদের মদত দেওয়ার কথা, কিন্তু বাস্তব কারোরই অজানা নয়। ফলে মাঠ এবং মাঠের বাইরে দুই দেশের কোনও সম্পর্কই নেই। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে দিতে বাধ্য করেছিল বিসিসিআই। সেদেশ এক যুগেরও বেশি সময় ধরে খেলতে যায় না ভারত। কেন্দ্রের তরফে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্কেই সায় দেওয়া হয়না। এরই মধ্যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে বার্তা দিলেন পাকিস্তানি অ্যাথলিট শাহজাব রিন্ধ। ভুলে গেলে চলবে না, কার্গিল যুদ্ধের আগে বহু ভারতীয় ওয়াসিম আক্রম বা ইমরান খানের সৌন্দর্য্যের তারিফ করতেন। অনেকের ক্রাশ ছিলেন তাঁরা। পরবর্তীকালে শোয়েব , আফ্রিদিদেরও খেলার জন্য পছন্দ করতেন অনেক ভারতীয়। কিন্তু সাম্প্রতিককালে পাকিস্তানের মদতে জঙ্গিদের কার্যকলাপে সেই ভালোবাসা এখন পরিণত হয়েছে ঘৃণায়। সেই কারণেই দুই দেশকে এক জায়গায় আনতেই বার্তা দিলেন রিন্ধ, যা অবশ্য সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা।

ক্যারাটে কমব্যাট লিগের আসরে হাজির হয়েছিলেন বলিউডের তারকা সলমন খানও। তাঁর সঙ্গে হাসি ঠাট্টা করতে দেখা যায় শাহজাবকে। মজা করে সলমন তাঁকে বলেন, ‘সব জায়গায় ২০-২০ সেকন্ডের মধ্য নক আউট করে দিচ্ছ বন্ধু’।

ম্যাচের শেষে পাকিস্তানের এই অ্যাথলিট বলেন,’ এই লড়াইটা ছিল শান্তি প্রতিষ্ঠার জন্য। আমরা শত্রু নই, আমরা এক। আমরা এক হলে অনেক কিছু করতে পারব। আজকের এই লড়াইটা তাই ভারত এবং পাকিস্তানের বন্ধুত্বের জন্য, তাঁদের কাছে আনার জন্য। সলমন খানকে ধন্যবাদ এখানে আসার জন্য। ছোট থেকেই আমার প্রীয় তারকা সলমন। তাঁর সামনে আজ পারফর্ম করতে পেরে খুবই খুশি।’

(Feed Source: hindustantimes.com)