‘Angry Rantman’-কে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে

‘Angry Rantman’-কে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে

নয়াদিল্লি: ইউটিউবার অভ্রদীপ সাহা (YouTuber Abhradeep Saha), ওরফে ‘Angry Rantman’, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ১৭ এপ্রিল, মাত্র ২৭ বছর বয়সে। মাল্টিঅর্গ্যান ফেলিওর (multiorgan failure) হয়ে মৃত্যু হয় তাঁর। মূলত ক্রীড়া বিষয়ক কন্টেন্টই তাঁর ভাইরাল হত বেশি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সমর্থক হিসেবে তাঁর খ্যাতি ছিল বিশাল, এবং ২০১৭ সালে ভাইরাল হয় তাঁর ‘নো প্যাশন, নো ভিশন’। অভ্রদীপের প্রয়াণে শোকের ছায়া নামে তাঁর অনুরাগী মহলে। প্রয়াত ইউটিউবারকে শ্রদ্ধা জানাতে এবার উদ্যোগী টম ওভারেন্ড (Tom Overend)। তিনিও অভ্রদীপের মতোই পশ্চিম লন্ডনের ক্লাবকেই সমর্থন করেন।

চেলসি সমর্থক ইউটিউবার ‘Angry Rantman’কে বিশেষ শ্রদ্ধার্ঘ

চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে (Chelsea’s Stamford Bridge Stadium) অভ্রদীপ সাহার জন্য বিশেষ শ্রদ্ধার্ঘের আয়োজন। মূল উদ্যোক্তা টম ওভারেন্ড, অপর এক চেলসি অনুরাহী এবং কন্টেন্ট ক্রিয়েটার। তিনিই জানান যে অভ্রদীপের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই শ্রদ্ধার্ঘের আয়োজন করেছেন। নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, ‘অভ্রদীপের জন্য স্ট্যামফোর্ড ব্রিজে আসন্ন একটি ম্যাচে শ্রদ্ধা নিবেদন ও ওঁকে ম্যাচডে প্রোগ্রামে রাখার বিষয়ে ব্যবস্থা করার জন্য ওঁর পরিবারের সঙ্গে চেলসির যোগাযোগ করানো সম্ভব হয়েছে। কোন ম্যাচ সেই বিষয়ে আমি আপডেট দিতে থাকব। সকলের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।’

এর আগে তিনি একটি ট্যুইট করে জানিয়েছিলেন ‘দ্য ব্লুজ’-এর আসন্ন কোনও ম্যাচে একটি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। অভ্রদীপের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অনুরাগীদের সাহায্য চান তিনি। তাঁর এই উদ্যোগে খুশি ‘Angry Rantman’ অনুরাগীরা।

অভ্রদীপ সাহা ওরফে ‘Angry Rantman’ কে?

বছর ২৭-এর অভ্রদীপ সাহা ছিলেন কলকাতার বাসিন্দা। যদিও অভ্রদীপ বেঙ্গালুরুর নারায়না কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কনটেন্ট ক্রিয়েটার হিসেবেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নিজের নাম ‘Angry Rantman’ রেখেছিলেন তিনি কারণ প্রত্যেকটা ভিডিওই তিনি বানাতেন রাগ করে। যেন খুব রেগে কথা বলছেন দর্শকদের সঙ্গে। সিনেমা থেকে শুরু করে ম্যাচ রিপোর্ট, সবকিছুতেই নিজের সোজাসাপ্টা বক্তব্য রাখতেন তিনি।

ইনস্টাগ্রামে ১ লাখ ২০ হাজার ফলোয়ার, ইউটিউবে ৪ লাখ ২৮ হাজার সাবস্ক্রাইবার আছে তাঁর। ২০১৭ সালে প্রথম ইউটিউবে কনটেন্ট তৈরি শুরু করেছিলেন অভ্রদীপ। সেই সময়ে ইউটিউব বা অন্য়ান্য সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটারের কাজ তেমন পরিচিত ছিল না। বলা ভাল, সবে শুরু হচ্ছে এই চল। কিন্তু সেই সময়েই নিয়মিত কনটেন্ট তৈরি করতেন অভ্রদীপ। নিজের ছন্দে, নিজের স্টাইলে। ধীরে ধীরে তা জনপ্রিয় হয়ে ওঠে।

অভ্রদীপের তৈরি করা ‘Why I will not watch Annabelle movie’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর কথা বলার ধরণ, রাগ করে বলা কথাগুলির মধ্যেও থাকা রসবোধ ধরতে পেরেছিলেন অনেকেই। এরপরে বাড়তে থাকে অভ্রদীপের ফলোয়ার্সের সংখ্যা। ফের একটি ক্রিকেট টিমের হার-জিত, খেলার ভিডিও নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি। অভ্রদীপের প্রোফাইলে, এখনও পিন করা রয়েছে সেই সমস্ত ভিডিও। নেই কেবল মানুষটাই।

(Feed Source: abplive.com)