ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার

ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার

ইউপিএসসি ২০২৫এর জন্য ক্যালেন্ডার প্রকাশিত। দেশের তাবড় চ্যালেঞ্জিং এই পরীক্ষা আগামী বছরে কোন কোন তারিখে আয়োজিত হতে চলেছে, তার তথ্য জানিয়ে দিল ইউপিএসসি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)র আওতায় আগামী বছর কোন কোন তারিখে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি হতে চলেছে,তা দেখে নিন।

দেশের তাবড় সম্মানীয় সরকারি চাকরি পাওয়ার মূল সূত্র গেঁথে রয়েছে ইউপিএসসি পরীক্ষায়। কথায় বলে, এই পরীক্ষায় কার্যত দেশে সেরার সেরারা সুযোগ পান। শুধু যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হয়, তা নয়। এরপর থাক মেইনস, ইন্টারভিউয়ের মতো বড় ধাপ। ইউপিএসসির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য এল বড় খবর। আগামী বছর সিএসসি বা সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে চলেছে ২৫ মে। দেখে নেওয়া যাক এই পরীক্ষা ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তারিখ।

সিভিল সার্ভিসেস পরীক্ষা:-

বহু প্রতীক্ষিত ২০২৫ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষা (প্রিলিমিনারি) আয়োজিত হবে ২৫ মে ২০২৫। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস (আইপিএস) এবং বাকি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য বিশদ জানতে পারেন ইউপিএসসির ওয়েবসাইটে।যে সমস্ত পরীক্ষার্থীরা আইএএস, আইপিএসকে পাখির চোখ করে রেখেছেন, তাঁদের এই পরীক্ষাই লক্ষ্যে পৌঁছে দেওয়ার রাস্তা তৈরি করে দেবে। সিভিল সার্ভিসেস পরীক্ষা (মেইন) হতে পারে ২২ আগস্ট থেকে। সিভিল সার্ভিসেস পরীক্ষার নোটিফিকেশন ২২ জানুয়ারি থেকে শুরু হবে।

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড কম্বাইন্ড জিও সায়ান্টিস্ট পরীক্ষা:-

যাঁরা ইঞ্জিনিয়ারিং ও জিও সায়ান্টিস্ট হিসাবে দেশের সরকারি মহলের তাবড় পদে পেশাগত জীবন চান, তাঁরা এই পরীক্ষার দিকে ঝুঁকে থাকেন।  ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের বিষয়ের প্রিলিমিনারি পরীক্ষা ৯ ফব্রুয়ারি ২০২৫  হবে। পাশাপাশি কম্বাইন্ড জিও সায়ান্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষাও হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫।

এনডিএ সিডিএস পরীক্ষা:-

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি  নাভাল অ্যাকাডেমিতে ভরতির জন্য এই বিষয়ের পরীক্ষা জরুরি। এনডিএ সিডিএস পরীক্ষা (১) ২০২৫ সালের ১৩ এপ্রিল হতে চলেছে। ওই একই দিনে হবে কম্বাইন্ড ডিফেন্স সার্ভির পরীক্ষাও একই দিনে হবে।

বাকি গুরুত্বপূর্ণ পরীক্ষা:-

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেসের পরীক্ষাও এই ইউপিএসসির আওতায় হয়। এছাড়াও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, স্টেনোগ্রাফার (গ্রেড বি ও ডি), স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগের পরীক্ষা ইউপিএসসির আওতায় হয়। আইএফএস পরীক্ষা ২৫ মে, আর্মড পুলিস ফোর্সের পরীক্ষা ৩ অগস্ট রয়েছে।

(Feed Source: hindustantimes.com)