CBSE Exam: এবার বছরে ২ বার বোর্ডের পরীক্ষা নেবে সিবিএসই! কবে থেকে শুরুর পরিকল্পনা, জেনে নিন

CBSE Exam: এবার বছরে ২ বার বোর্ডের পরীক্ষা নেবে সিবিএসই! কবে থেকে শুরুর পরিকল্পনা, জেনে নিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পড়ুয়াদের উপরে চাপ কমাতে বড় উদ্যোগ নিতে চলেছে সিবিএসই। এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে বছরে একবার নয়, এবার দু’বার বোর্ডের পরীক্ষা নিতে চলেছে সিবিএসই। এমনটাই ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। দুবার পরীক্ষা নেওয়া শুরু হতে পারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে।

জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার সিবিআসইকে বলেছে বছরে ২ বার পরীক্ষা নেওয়ার মতো ব্য়বস্থা যাতে করা যায় তার পরিকল্পনা করতে। এনিয়ে স্কুলগুলির প্রিন্সিপ্যালদের সঙ্গেও কথাবার্তা সেরে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর অগাস্ট মাসে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ২০২০ সালের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পঠনপাঠন ও পরীক্ষা ব্যবস্থায় নতুন নিয়মকানুন লাগু হবে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী সিবিএসই-র কারিক্যুলামে একাধিক বদল আসছে। পাশাপাশি বোর্ডে পরীক্ষা বছর ২ বার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদসংস্থার ওই রিপোর্টে বলা হচ্ছে, বছর ২ বার বোর্ডর পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে যাতে পরীক্ষার্থীরা ভালোভাবে প্রস্ততি নিতে ও ভালো রেজাল্ট করতে পারে। এর ফলে পরীক্ষার্থীরা যেসব বিষয়ের প্রস্তুতি ভালো ভাবে নিতে পারবে সেগুলিই দেবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে পরীক্ষার্থীরা বছরে দুবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।’ শিক্ষামন্ত্রীর কথামতো এবার হয়তো বছরে দুবার বোর্ডের পরীক্ষাই নিতে চলেছে সিবিএসই।

(Feed Source: zeenews.com)