চাকরি ছেড়ে ড্রাম বাজিয়ে উদ্দাম নাচ কর্মীর! তুমুল ভাইরাল ব্যক্তির মজার কাণ্ড

চাকরি ছেড়ে ড্রাম বাজিয়ে উদ্দাম নাচ কর্মীর! তুমুল ভাইরাল ব্যক্তির মজার কাণ্ড

সম্মান করতেন না ম্যানেজার। কাজের পরিবেশ ছিল খারাপ। অভিজ্ঞতার পাশাপাশি বিরক্তিও বাড়ছিল কর্মীর। তাই চাকরির ছাড়ার দিন অনন্য ভাবে উদযাপন করেছেন দিনটিকে। ড্রাম বাজিয়ে নেচে উঠেছিলেন ম্যানেজারের সামনে। তারপর ম্যানেজার যা করলেন!

পড়াশুনা শেষ করে কেউ কেউ নিজেদের বিজনেস শুরু করেন, আবার অনেকে কোনও না কোনও কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে যান। আর যাঁরা কোনও কোম্পানিতে কাজ করেন, তাঁদের প্রথম আশা থাকে যে সেখানকার সহকর্মী হয়ত ভালো হবে, ম্যানেজার সুন্দরভাবে কথা বলবেন এবং কাজের প্রশংসা করবেন। কারও কারও এই ইচ্ছা পূরণ হলেও বেশির ভাগ মানুষ কাজের ক্ষেত্রে তেমন ভালো পরিবেশ পান না। তাই যত দিন এগোয়, কাজের অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি বিরক্তিও বাড়তে থাকে। একই জিনিস এক ব্যক্তির সঙ্গে ঘটেছে। অবশেষে নিজের কষ্টের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু চাকরির শেষ দিনে তিনি এমন কিছু করেছেন যা দেখে আপনি খুব হাসবেন। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।

  • কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে

অনীশ ভাগত নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ওই ভিডিয়োতে অনিকেত নামে এক ব্যক্তির কথা বলছেন ক্রিয়েটর। তিনি বলেছেন যে অনিকেত একজন সেলস অ্যাসোসিয়েট। এতদিনে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তাঁর কাজের পরিবেশ ছিল বেশ বিষাক্ত। এর পরে, অনিকেত ভিডিয়োতে আরও বলেছেন যে তিনি তিন বছর ধরে কাজ করছেন কোম্পানিতে। তবুও তাঁর বেতন বাড়েনি। বস তাঁকে মোটেও সম্মান করেন না। এর পরে, অনীশ ভগত আবার ভিডিয়োতে আরও তথ্য দিতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তিনি বন্ধু হিসাবে অনিকেতের চাকরির শেষ দিনে ভিন্ন কিছু করার কথা ভেবেছিলেন। এর পরেই, ভিডিয়োতে দেখা গিয়েছিল যে অনিকেত ওই ব্যক্তির ম্যানেজারকে ডেকে ড্রাম বাজিয়ে তাঁর সামনে নাচতে শুরু করেছিলেন। এসব দেখে ম্যানেজার রেগে গিয়ে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দিতে শুরু করে দিয়েছিলেন।

  • কী মতামত নেটিজেনদের

বলা বাহুল্য, ভিডিয়োটি শেয়ার করার পর থেকেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পছন্দ দিয়েছেন ৬৩ হাজারের বেশি মানুষ। ভিডিয়োটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন – ম্যানেজার হল একটি সর্বজনীন সমস্যা। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- এখন আর এক্সপিরিয়েন্স সার্টফিকেট পাবেন না তিনি। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন – প্রত্যেকেরই চাকরির শেষ দিনে এমন একটি উদযাপন প্রাপ্য।

(Feed Source: hindustantimes.com)