Gurucharan Singh: ৪ দিন ধরে নিখোঁজ অভিনেতা! অপহরণের অভিযোগ দায়ের বাবার…

Gurucharan Singh: ৪ দিন ধরে নিখোঁজ অভিনেতা! অপহরণের অভিযোগ দায়ের বাবার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’। জানা গিয়েছে, শো-এর জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিং গত ৪ দিন ধরে নিখোঁজ। তিনি রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন।
অভিনেতার বাবা দিল্লি পুলিসের দ্বারস্থ হয়েছেন। ইতোমধ্যেই ছেলের নিখোঁজ হওয়ার ডায়েরি করেছেন তিনি দিল্লির পালাম থানায়। পুলিস ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৬৫ ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করেছে।

৫০ বছর বয়সী টিভি অভিনেতা ২২ এপ্রিল সকাল ৮.৩০ টায় দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার কথা ছিল। পুলিসের প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, তিনি মুম্বইয়ের ফ্লাইট নেননি। অভিনেতার বাবা নিখোঁজ ডায়েরি করেন। যেখানে লেখা রয়েছে, ‘আমার ছেলে গুরুচরণ সিং, বয়স ৫০। ২২ এপ্রিল সকাল সাড়ে আটটায় মুম্বই যাওয়ার জন্য বের হয়েছিল। তিনি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গিয়েছিলেন। তবে আর মুম্বই পৌঁছননি। গত ৪দিন ধরে তিনি নিখোঁজ। তার ফোনও পাওয়া যাচ্ছে না। গুরুচরণ মানসিকভাবে স্থিতিশীল। আমরা ওকে খুঁজছিলাম কিন্তু এখন পর্যন্ত পাইনি।’

ইতোমধ্যেই গুরুচরণ সিংকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেতাকে সোমবার রাতে দিল্লির পালাম এলাকায় একটি রাস্তা পার হতে দেখা যায়। অভিনেতার পরনে ছিল টি-শার্ট, জিন্স। তাঁর পিঠে ছিল একটি ব্যাকপ্যাকও। রাত ৯টা ১৪ মিনিটের দিকে পালামের একটি ট্রাফিক মোড়ে তাঁকে দেখা যায়।

পুলিস এখন অভিনেতার কল রেকর্ডগুলি ট্রেস করার চেষ্টা করছে। যে ব্যক্তির সঙ্গে গুরুচরণের শেষ হয়েছিল তাকে খুঁজে বের করার লক্ষ্য পুলিসের।

জানা গিয়েছে, গুরুচরণের বন্ধু মিসেস সোনি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেছিলেন যে তিনি মুম্বইতে একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করার চেষ্টা করেছিলেন, তবে অভিনেতা দিল্লি থেকে ফিরে না আসায় তিনি তা করতে পারেননি।
তিনি বলেন, ‘গুরুচরণ জির স্বাস্থ্যও গত অনেক দিন ধরে ভাল যাচ্ছে না, তাই আমি এটি নিয়ে চিন্তিত। দিল্লি যাওয়ার আগে, তাঁর রক্তচাপ বেশি ছিল এবং তার কয়েকটি পরীক্ষাও করা হয়েছিল। এমনকি তিনি খাওয়াদাওয়া ভাল করে করছিলেন না।’

গুরুচরণ ‘তারক মেহতা কা উল্টা চশমা-ধারাবাহিকে সোধি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি কয়েক বছর আগে শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১ মিলিয়ন ফলোয়ারও রয়েছে। ৪ দিন আগেই বাবার জন্মদিন উপলক্ষে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেন। গুরুচরণের এই আকস্মিক ঘটনা বিনোদন জগতে এবং তাঁর ফ্যানেদের হতবাক করেছে। তাঁর ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে বহুবার বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে তারক মেহতা কা উল্টা চশমা। যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বানসিওয়াল।  তবে শুধু প্রযোজক অসিত মোদীই নন, একই অভিযোগে অভিযুক্ত ওই টেলি শোয়ের অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজ। অভিনেত্রীর অভিযোগে মুম্বই পুলিস অভিযোগ দায়ের করেন।  একই সঙ্গে প্রযোজকের বিরুদ্ধে পারিশ্রমিক আটকে রাখারাও অভিযোগ দায়ের হয়।

শেষ পর্যন্ত গত মাসে অভিনেত্রীর পক্ষে মামলার রায় দিয়েছে আদালত। জানা গিয়েছে, মামলা জিতেছেন জেনিফার। শুধু তাই নয়, অসিত কুমার মোদীকে তাঁর অনাদায়ী বকেয়া এবং ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে।

(Feed Source: zeenews.com)