Israel Palestine Conflict: গাজায় ধ্বংসস্তূপের নীচে ১০ হাজার লাশ! পচতে শুরু করেছে দেহ…

Israel Palestine Conflict: গাজায় ধ্বংসস্তূপের নীচে ১০ হাজার লাশ! পচতে শুরু করেছে দেহ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও নির্মাণের নীচে প্রায় ১০ হাজার মরদেহ পড়ে আছে! এসব দেহে পচন ধরে ছড়িয়ে পড়ছে রোগও! বিশেষ করে গ্রীষ্ম শুরু হওয়ায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেহগুলি দ্রুত পচতে শুরু করেছে বলে জানা গিয়েছে। ভয়ংকর পরিস্থিতি গাজায়। এদিকে ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইজরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় ৩৪ হাজার ৫৩৫ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাড়ে ১৪ হাজার শিশু ও সাড়ে ৯ হাজারের বেশি নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজার ৭০৪ প্যালেস্টাইনি।

প্যালেস্টাইনের গাজায় মাসের পর মাস ধরে চলা ইজরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে! গতকাল, শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এই নিয়ে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন! এবং সব থেকে মর্মান্তিক, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় আহত মানুষের সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৩৩ জনে।

গত ৭ অক্টোবর প্যালেস্টাইনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইজরায়েলের নজিরবিহীন হামলা চালায়। হামাসের যোদ্ধাদের আক্রমণে ১২০০ জন নিহত হন। হামাস ২৫৩ জনকে ধরে গাজায় নিয়ে বন্দি করে রাখবে বলে দাবি ইজরায়েলের। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইজরায়েল। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণাও করে এবং প্যালেস্টাইনকে নির্মূল করার কথা ঘোষণা করে। পরে সবদিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও জল সরবরাহও বন্ধ করে দেয়।

তারপর থেকে গত ছমাসেরও বেশি সময় ধরে ইজরায়েলি বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় প্যালেস্টাইনের গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘরবাড়ি হারিয়ে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সকলেই এখন উদ্বাস্তু হয়ে গিয়েছে! কঠোর অবরোধ ও অবিরাম হামলার মধ্যে থাকা গাজাবাসীরা অনাহারে ভুগতে-ভুগতে দুর্ভিক্ষের প্রান্তে চলে গিয়েছে। অপুষ্টি ও জল খেতে না-পেয়ে শিশু-সহ অনেকের মৃত্যু হয়েছে।

(Feed Source: zeenews.com)