Gautam Adani: বিশ্বের ষষ্ঠ ধনীতম গৌতম আদানি, জানেন সম্পত্তির পরিমাণ?

সময়টা বেশ ভালো যাচ্ছে গৌতম আদানির। শেষ এক বছরে বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই শিল্পপতির। ব্লুমবার্গের যে নির্দিষ্ট তালিকা– তা অনুযায়ী এই শিল্পপতি অতি ধনী, অর্থাৎ একশো বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছেন। এবার ফোর্বসের যে প্রকাশিত তালিকা সেই তালিকায়, তাঁর গালের হাসি আরও চওড়া হতে বাধ্য। ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী গৌতম আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 113.5 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের শ্রেষ্ঠ শিল্পপতিদের নিরিখে তো বটেই, আদানির সম্পদের বিচারে পিছু হটছেন, বিশ্বের তাবড় শিল্পপতিরা। ফোর্বসের অতি ধনীদের তালিকা অনুযায়ী আদানি এই মুহূর্তে বিশ্বের ছয় নম্বর ধনীতম ব্যক্তি।

কিন্তু এই বিরাট সম্পদ বৃদ্ধির রহস্যটা আদপে কী? শেয়ার বাজার একটা বড় উৎস। আম্বানির সম্পদ বৃদ্ধির পিছনে রয়েছে, আদানি গ্রুপের দুটি স্টকের লাগামছাড়া রিটার্ন। একটি আদানি পাওয়ার এবং অপরটি আদানি উইলমার।

আদানি পাওয়ারের স্টক সাম্প্রতিককালে শেষ এক মাসে প্রায় 120% বৃদ্ধি পেয়েছে। যা বিপুল। আদানি উইলমার গোষ্ঠীর স্টকের রিটার্ন প্রায় 87%। এই দুই স্টকের রিটার্ন মিলিয়ে সম্পত্তি বিপুল বেড়েছে গৌতম আদানির।

বিগত দুটি বছর আদানি বনাম আম্বানির মধ্যে কার্যত প্রতিযোগিতা চলেছে। সেই প্রতিযোগিতায় কখনও এগিয়েছেন আম্বানি তো কখনও আদানি। সাম্প্রতিককালেও, সম্পত্তি বৃদ্ধির প্রশ্নে আম্বানিকে পিছনে ফেলে দিয়েছিলেন আদানি। আবার সেই ঘাটতি পূরণও করেন আদানি। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অবশ্য খানিকটা হলেও এগিয়ে রয়েছেন আদানি। 100 বিলিয়ন মার্কিন ডলারের ক্লাবে পৌছে গিয়েছিলেন এই কথা আগেই জানা ছিল। এবার ফোর্বসের তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় 113.15 বিলিয়ন। আদানি সম্পদের বিচারে বিশ্বের ধনীতমদের তালিকায় আপাতত ছয় নম্বরে।

Gautam Adani

এই তালিকার শীর্ষে অবশ্যই এলন মাস্ক ( Elon Musk)। দ্বিতীয় স্থানে আছেন জেফ বেজস ( Jeff Bezos)। গৌতম আদানির প্রতিযোগিতা আপাতত এঁদের সঙ্গে। এখন দেখার এই প্রতিযোগিতায় আগামীদিনগুলোয় তিনি এঁদের ছাপিয়ে যেতে পারেন কিনা…