নয়াদিল্লি: বিশ্বজুড়ে একাধিক দেশ কড়া সমালোচনা করেছে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের। দেশের ভিতরেও কড়া বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। কিন্তু একেবারে উল্টোদিকে দাঁড়িয়ে বিজেপি নেত্রীর বক্তব্যকে সমর্থন করলেন বিদেশের এক রাজনীতিবিদ। ওই বক্তব্যকে সমর্থন করে একাধিক টুইট করেছেন ডাচ রাজনীতিবিদ এবং নেদারল্যান্ডসের (Netherlands) আইনসভার সদস্য গির্ট উইল্ডার্স (Geert Wilders)। আরব দেশগুলিও গির্টের কড়া সমালোচনার মুখে পড়েছে।
সরব ডাচ রাজনীতিবিদ:
একটি টুইটে তাঁর দাবি, ঠিক তথ্য় দিয়েছেন নুপূর শর্মা (Nupur Sharma)। ভারতের তাঁর সমর্থনেই দাঁড়ানো উচিত। ভারতের ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই বলে দাবি করেছেন তিনি। ভারতীয়দের নুপূর শর্মার পাশে দাঁড়ানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।
Appeasement never works. It’ll only make things worse.
So my dear friends from India, don’t be intimidated by islamic countries. Stand up for freedom and be proud and steadfast in defending your politician #NupurSharma @NupurSharmaBJP who spoke the truth about Muhammad.— Geert Wilders (@geertwilderspvv) June 6, 2022
নিশানায় আরব দেশও:
নূপুর শর্মার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে একাধি আরব দেশ। তার বিরুদ্ধেও সরব হয়েছেন নেদারল্যান্ডসের ওই রাজনীতিবিদ। তিনি একটি টুইটে বলেছেন, মুসলিম দেশগুলিতে কোনও গণতন্ত্র নেই। সেখানে যেভাবে সংখ্য়ালঘুদের উপর অত্যাচার করা হয়, অসম্মান করা হয়। সেরকম আর কোথাও হয় না। এমনই অভিযোগ তাঁর। ওদেরই সমালোচনা করা উচিত।
মুসলিম বিশ্বের একাধিক দেশ প্রবল সমালোচনা করেছে এই ঘটনার। ইতিমধ্যেই কুয়েতে একটি শপিং মলে ভারতীয় পণ্য বয়কট করা হয়েছে। অসন্তোষের একই ছবি আরও কিছু দেশে। সরকারি তরফেও বিবৃতি জারি করা হয়েছে।
কোন কোন দেশের প্রতিবাদ:
কুয়েত (Kuwait), ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরশাহি (UAE), জর্ডন, লিবিয়া, বাহরিন, মালদ্বীপ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এই মন্তব্যে কড়া সমালোচনা করে বার্তা দিয়েছে। এমনকী ভারত সরকারের তরফে ক্ষমাপ্রার্থনা চাওয়া হয়েছে। Organisation of Islamic Cooperation (OIC) এই মন্তব্যের কড়া সমালোচনা করে ইউনাইটেড নেশনের তরফে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। ভারতে যাতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকে তা দেখার অনুরোধ করা হয়েছে। ভারত সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই মন্তব্য ভারত সরকার সমর্থন করে না। ভারত সরকারের ধ্যানধারণার পরিপন্থী এই উক্তি।
(Source: abplive.com)