ছবিতেই রয়েছে একটি প্রাণী! উত্তর দিতে গিয়ে কালঘাম ছুটেছে সকলেরই; আপনি পেরেছেন?

ছবিতেই রয়েছে একটি প্রাণী! উত্তর দিতে গিয়ে কালঘাম ছুটেছে সকলেরই; আপনি পেরেছেন?

নিজস্ব প্রতিবেদন: অপটিকাল ইলিউশন হল এক মজার ধাঁধা। যা দিয়ে শুধু মনের বিষয়ে জানা যায় তা নয় আপনার মস্তিষ্কের কার্যক্রম এবং চোখের প্রখর দৃষ্টি কতটা রয়েছে সেগুলিও বুঝতে পারা যায়। এই ইলিউশনগুলি প্রতিটিই এক একটির থেকে ভিন্ন। বাস্তবে নেই অথচ রয়েছে এমন ছবিকেই দৃষ্টিভ্রম বলা হয়ে থাকে। এখন এমন অনেক ছবিই দেখতে পাওয়া যায়,  যা নিয়ে চর্চায় মেতে থাকে নেটপাড়া। তবে সঠিক উত্তরের সংখ্যা বেশ কমই।

ওপরের এই ছবিটি একটি জিগজ্যাগ প্যাটার্নের ছবি। ছবির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথা ঘুরে যাওয়া স্বাভাবিক। কিন্তু ছবিতে ঘোরের মধ্যেই তাকিয়ে থাকলে একটি প্রাণী দেখতে পাওয়াও আশ্চর্যের কিছু নয়। এই ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন হেকটিক নিক।

তিনি এই অপটিকাল ইলিউশনের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বলেছেন, “এই ভিডিওটি তখনই আপনার ভাল লাগবে যদি আপনি উত্তর খুঁজে পান। মাত্র ১ শতাংশ মানুষ এর উত্তর দিতে পেরেছেন। আপনিও পারলেন কি না দেখুন।”

যদিও এই ছবি থেকে উত্তর খুঁজে পাওয়া মোটেও সহজ কাজ নয়। এই জিগজ্যাগ লাইনের মধ্যেই রয়েছে সেই পান্ডা৷ আরেকবার ভাল করে ছবিটি দেখুন।

(Source: zeenews.com)