News
lekhaka-Paramita das
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে সকলেই চেনেন। তার ফ্যান ফলোয়াসের সংখ্যা অনেক। লাখো পুরুষ তার প্রেমে পাগল। তবে, অনেক অনুগামীর প্রশ্ন অভিনেত্রীর মনের মানুষটিকে। সব জল্পনার অবসান আগেই হয়ে গিয়েছিল। নায়িকার মনের মানুষের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট, ফেসবুকে সেই ছবি শেয়ার করে ছিলেন তিনি। যা দেখে ভক্তরা বিশেষ খুশিও হয়েছিলেন। নাম ডাঃ তথাগত চট্টোপাধ্যায়।
বর্তমান সময়ে বেলজিয়ামের ব্রাসেলসে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। জানেন ব্যস্ত জায়াগায় ব্যস্ত রাস্তায় প্রেম করতে ব্যস্ত অভিনেত্রী। তাঁর গালে ভালোবাসার চুম্বন দিচ্ছেন তাঁর মনের মানুষ। অভিনেত্রীর মুখে ফুটে উঠেছে মিষ্টি হাসিও। তাঁর এই জুটি খুব পছন্দ করেছেন ভক্তরা। দু’দজনকে প্রেমের বান্ধনে বেধে ফেলেছেন, এমনি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। সেই সঙ্গে অভিনেত্রী বিদেশী খাবার, জানান জায়গার সুন্দর দৃশ্যও তুলে ধরেছেন।
অভিনেত্রীর কাছের ও মনের মানুষের নাম ডাঃ তথাগত চট্টোপাধ্যায়। তবে প্রশ্ন, কবে থেকে তিনি তার প্রেমে পড়লেন। যখন অভিনেত্রী মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন,সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন তথাগত । তার পর থেকেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু।
তথাগতের ক্লিনিক উদ্বোধনের জন্য অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর ঠিক ১ মাস পরে, আমার জীবনে এক কঠিন সমস্যা এসে পরে। তখন আমি তথাগতের কাছে। কারণ উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। সেখান থেকেই আমাদের একে অপরকে ঠিকভাবে চেনা। উল্লেখ্য, ২০২১ সালের মার্চে আমার একটা অস্ত্রোপচার হয়েছিল। তখন ও আমাকে দেখতে আসত, আমার খেয়াল রাখত। আমার সঙ্গে তথাগত আসতে আসতে জুড়ে যাচ্ছিল, তা আমি বুঝতে পারছিলাম।
অভিনেত্রী তার মনের মানুষ সম্পর্কে বলেন, তথাগত আমার কাজকে সম্মান করে। আমার জীবনের কোনও ব্যাপারে হস্তক্ষেপ করেন না। আমার পোশাকও মেনে নিয়েছে। ওর পরিবারও আমাকে মেনে নিয়েছে। প্রস্তাবটি তথাগত অভিনেত্রীকে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে তাঁরা দু’জনকে কতটা ভালোবাসে। তবে, অনুগামীদের প্রশ্ন কবে তথাগত ও ঋতাভরীর চারহাত এক হবে। ঋতাভরী ও তথাগতের চারহাত খুব তাড়াতাড়িই এক হবেন বলে জানান অভিনেত্রী। এই বছরের শেষে হতে তাদের জনপ্রিয় অভিনেত্রীর বিবাহ। তিনি জানান, আমি একটা বাড়ি কিনেছি, সেখানেই বিয়ের পর একসঙ্গে থাকব বলে আশা করছি। তবে, সবার প্রশ্ন কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী? অনেক অনুগামীই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
(Source: oneindia.com)