রোহিতদের পুরস্কার দিলেও, ব্রাত্যই তিনি, মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চিরাগ শেট্টি

রোহিতদের পুরস্কার দিলেও, ব্রাত্যই তিনি, মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চিরাগ শেট্টি

মুম্বই: ১১ বছর বিশ্বসেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। তারপরেই বিশ্বজয়ী ১১ জন ক্রিকেটার এবং বিশেষ করে মহারাষ্ট্রের চার বিশ্বজয়ী তারকার জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন চিরাগ শেট্টি (Chirag Shetty)।

ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় বিশ্ব দরবারে বারংবার দেশের নাম উজ্বল করেছেন। থমাস কাপজয়ী (Thomas Cup) ভারতীয় দলের অংশও ছিলেন চিরাগ। তবে টিম ইন্ডিয়ার তারকাদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হলেও, তাঁর জন্য কোনওরকম ব্যবস্থাই করেনি একনাথ শিণ্ডের মহারাষ্ট্র সরকার। এই নিয়ে ক্ষুব্ধ তারকা শাটলার। তিনি সাফ জানিয়ে দেন যে ক্রিকেটারদের বিরুদ্ধে তাঁর কোনও রাগ নেই, তবে মহারাষ্ট্র সরকারের তরফে সব ধরনের ক্রীড়াকে সমান গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিমানের সুরে চিরাগ বলেন, ‘থমাস কাপ তো বিশ্বকাপের সমতুল্য। তৎকালীন চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে চমকে দিয়ে নিজেদের প্রথম খেতাব জিতেছিল ভারতীয় দল এবং আমি সেই দলের অংশ ছিলাম। আমি মহারাষ্ট্র থেকে একমাত্র খেলোয়াড় হিসাবে ওই দলের অংশ ছিলাম। যখন সরকার বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকাদের বিশেষ সম্মান জানাতে পারে, তখন সেক্ষেত্রে আমিও একই ব্যবহার পাওয়ার যোগ্য। আমার পরিশ্রমকেও তো সম্মান জানানো উচিত ছিল।’

মহারাষ্ট্র সরকারের তরফে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারদের জন্য় ১১ কোটি টাকা পুরস্কারমূল্য এবং অধিনায়ক রোহিত শর্মাসহ মহারাষ্ট্রের চার ক্রিকেটারকে বিশেষ সম্মান জানানো হয়। তবে চিরাগ কিন্তু সাম্প্রতিক সময়ে বারংবার একাধিক বড় ট্রফি জিতেছেন। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডিকে সঙ্গে নিয়ে ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। এশিয়ান গেমসে জিতেছেন স্বর্ণপদক। এছাড়া একাধিক বিড্বলুএফ বিশ্ব ট্যুর খেতাব জিতেছেন তাঁরা। হয়েছেন এক নম্বর পুরুষ ডাবলস ব্যাডমিন্টন জুটিও। প্রথম ভারতীয় শাটলার জুটি হিসাবে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছয় সাত্ত্বিক, চিরাগ জুটি। তাই চিরাগের দাবিকে কিন্তু একেবারে ফুৎকারে উড়িয়ে দেওয়া যাবে না বলেই মত সিংহভাগ ক্রীড়াপ্রেমী এবং বিশেষজ্ঞদের।

(Feed Source: abplive.com)