RRR in 1000 Crore club: ব্যবসার নিরিখে ভারতের সর্বকালের সেরা ছবির তালিকায় ‘আরআরআর’, সেরা ৫-এ কোন কোন ছবি?

নিজস্ব প্রতিবেদন: একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এসএস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর'(RRR the movie)। মাত্র ১৬ দিনেই সারা বিশ্ব জুড়ে ১০০০ কোটি টাকা আয় করেছে এই ছবি। তবে জয়ের ধারা এখনও অব্যাহত। ট্রিপল আরের সাফল্য দেখে অবাক সিনে ব্যবসা বিশেষজ্ঞরা। তেলুগু ছবির দুই মহারথীকে সঙ্গে নিয়ে যুদ্ধে নেমেছেন এস এস রাজামৌলি(S S Rajamouli)। প্রথমদিন থেকেই রামচরণ(Ram Charan), জুনিয়র এনটিআর(Junior NTR), আলিয়া ভাট(Alia Bhatt) অভিনীত রাইস রোর রিভোল্ট অর্থাৎ ট্রিপল আর বক্স অফিসে ঝড় তোলে। 

শুক্রবার সারা বিশ্বজুড়ে ২২৩ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি। হিন্দি ভাষায় এই ছবির প্রথম দিনের আয় ছিল ১৮ কোটি টাকা। সারা বিশ্ব জুড়ে ৩ দিনেই ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি। যা ছিল বক্স অফিসের নয়া রেকর্ড। এবার সারা বিশ্ব জুড়ে ১০০০ কোটি টাকা অতিক্রম করল ট্রিপল আর। এই রোজগারের পরেই ব্যবসার নিরিখে ভারতের সর্বকালের সেরা ছবির তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো ‘আরআরআর’। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে দঙ্গল (২০০৮.৩০ কোটি), দ্বিতীয় স্থানে রয়েছে বাহুবলী ২ (১৭৫৪.৫০ কোটি), তৃতীয় স্থানে রয়েছে ট্রিপল আর (১০০০ কোটি), চতুর্থ স্থানে রয়েছে বজরঙ্গী ভাইজান(৯০২.৮০ কোটি), পঞ্চম স্থানে রয়েছে সিক্রেট সুপারস্টার (৮৯৫.৫০ কোটি)। 

তামিল, তেলুগু, মালায়ালম, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। আলিয়া ভাটের পাশাপাশি এই ছবিতে একটি ক্যামিও রোলে রয়েছেন অজয় দেবগণ। 

(Source: zeenews.com)