৬০ বছর পরে বিশ্বের জনসংখ্য়া কত থাকবে? বেশি দিন বাঁচবে মানুষ, চমকে দেওয়া Report

৬০ বছর পরে বিশ্বের জনসংখ্য়া কত থাকবে? বেশি দিন বাঁচবে মানুষ, চমকে দেওয়া Report

আজ থেকে ৫০ বছর পরে গোটা বিশ্বের জনসংখ্য়া কেমন থাকবে? রাষ্ট্রসংঘ কী বলছে জেনে নিন।

রাষ্ট্রসংঘের দাবি, বর্তমানে যে ৮.২ বিলিয়ন জনসংখ্য়া রয়েছে গোটা বিশ্বে সেটা আগামী ৬০ বছর পরে একেবারে শীর্ষে পৌঁছবে। এরপর সেটা কমতে থাকবে। আর কমে গিয়ে সেটা হয়ে যাবে ১০.২ বিলিয়ন।

২০৮০ সালের মাঝামাঝি পৃথিবীর জনসংখ্য়া হবে ১০.৩ বিলিয়ন। এরপর সেটা ক্রমশ কমতে থাকবে। ইউনাইটেড নেশনস তেমনটাই জানিয়েছে।

World Population Prospects 2024-কী আছে সেই রিপোর্টে?

সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ২০১৩ সালের জুন মাসে যেমন ভাবা হয়েছিল তেমনটা হবে না। সেই সময় যা ভাবা হয়েছিল ২১০০ সালের জনসংখ্য়া নিয়ে তার থেকে ৭০০ মিলিয়ন কম থাকবে জনসংখ্যা।

ইউএন সেক্রেটারি জেনারেল ফর ইকোনমিক অ্যান্ড সোশ্য়াল অ্যাফেয়ার্স লি জুনহুয়া জানিয়েছেন, এই অপ্রত্যাশিত জনসংখ্য়ার ক্ষেত্রে একাধিক ফ্য়াক্টর কাজ করবে। তার মধ্য়ে একটা বড় কারণ হল জন্মহার কমে যাওয়া কিছু দেশে। তার মধ্য়ে অন্যতম হল চিন।

এটি গোটা বিশ্বের থেকে কিছুটা ভালো দিক হতে পারে। এর জেরে পরিবেশের উপর কিছুটা কম চাপ পড়বে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্য়ার ২৮ শতাংশ ৬৩টি দেশে থাকেন। তার মধ্যে অন্যতম হল চিন, রাশিয়া, জাপান, জার্মানি। আগামী ৩০ বছরে আরও ৫০টা দেশ এতে যোগ দেবে। তার মধ্যে অন্যতম হল ব্রাজিল, ইরান, তুর্কি।

আর ২০৫৪ সাল পর্যন্ত জনসংখ্যা বাড়তে থাকবে কিছু দেশে। যেমন ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, আমেরিকা।

২০২৪ সালে মানুষের গড় আয়ু ৭৩.৩ বছর। আর ২০৫৪ সালে এই গড় আয়ু দাঁড়াবে ৭৭.৪ বছর।

সেক্ষেত্রে ২০৭০ সাল নাগাদ দেখা যাবে ৬৫ ও তার থেকে বেশি বয়সি মানুষের সংখ্য়া অনেকটাই বাড়বে। মোট জনসংখ্য়ার প্রায় ২.২ বিলিয়ন থাকবেন সেই বয়স্ক মানুষরা।

এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ,ভারত জনসংখ্য়ার নিরিখে এগিয়ে থাকার বিষয়টি ২১০০ সাল পর্যন্ত ধরে রাখতে পারবে। ইউএন রিপোর্টে বলা হয়েছে ২০৬০ সালে ভারত জনসংখ্য়ার নিরিখে একেবারে শিখরে যাবে। এরপর ১২ শতাংশ কমতে থাকবে। তবে গোটা শতাব্দী জুড়ে জনসংখ্য়ার ক্ষেত্রে একেবারে প্রথমের সারিতে থাকবে এই দেশই। কেউ হারাতে পারবে না।

রিপোর্টে বলা হয়েছে ২০২৪ সালে ভারতের জনসংখ্যা ১.৪৫ বিলিয়ন। ২০৫৪ সালে এটা হবে ১.৬৯ বিলিয়ন। এরপর ২১০০ সাল আসার আগে পর্যন্ত ভারতের জনসংখ্যা কমতে থাকবে। তবে গোটা বিশ্বের মধ্যে এই দেশ জনসংখ্য়ায় সবার আগেই থাকবে।

(Feed Source: hindustantimes.com)