সংসদে রাহুলের সেনাপতি কে? লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার বেছে নিলেন সনিয়া

সংসদে রাহুলের সেনাপতি কে? লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার বেছে নিলেন সনিয়া

এবারের লোকসভা নির্বাচনে জিততে না পারলেও ফের অক্সিজেন পেয়েছে কংগ্রেস। এই আবহে লোকসভায় বিরোধী দলনেতা হয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এদিকে রাহুলের ডেপুটি হিসেবে এবার বেছে নেওয়া হল অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব ‘রাহুল ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত। এই আবহে তাঁকে লোকসভা কংগ্রেস সংসদীয় দলের উপনেতা করা হয়েছে। এই নিয়ে লোকসভার স্পিকারকে লিখেছেন কংগ্রেস সংসদীয় কমিটির চেয়ারপার্সন সনিয়া গান্ধী। কংগ্রেসের সাংঘঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সেই সংক্রান্ত ঘোষণা করেন সোশ্যাল মিডিয়া পোস্টে।

এদিকে লোকসভায় দলের ডেপুটি লিডার ছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে আজ। বেণুগোপাল জানান, লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক বা চিফ হুইপ হবেন কে সুরেশ। এদিকে বাকি দুই সচেতক হবেন মণিকম ট্যাগোর এবং মহম্মদ জাবেদ। এদিকে গৌরব গগৈকে ডেপুটি লিডার করার পরই বিজেপি নেতাদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হচ্ছে। সেখানে দেখা গিয়েছে, একদিকে স্পিকার ওম বিড়লা বিরোধীদের সতর্ক করছেন, অন্যদিকে বিরোধী সাংসদরা হট্টগোল করছেন। তাঁদের মধ্যে অনেকে দাঁড়িয়ে পড়ে চেঁচাচ্ছেন। কেউ কেউ আবার ওয়েলে নেমে এসেছেন।

সেই ভিডিয়োতে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন কংগ্রেস সাংসদদের হাত ধরে নিয়ে ওয়েলে নেমে হট্টগোল করতে উৎসাহিত করেছেন গৌরব। আর বিজেপির অভিযোগ, রাহুলের প্রতি এভাবেই নিজের আনুগত্য প্রমাণ করে লোকসভায় বিরোধী ডেপুটি লিডার হয়েছেন গৌরব গগৈ। এদিকে বিজেপির অভিযোগ, মণিপুর নিয়ে মোদীর ভাষণের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদ ত্যাগ করতে উৎসাহিত করেছিলেন এই গৌরব গগৈ।

এদিকে লোকসভা নির্বাচনের পরে গতকাল ৭ রাজ্যের ১৩টি বিধানসভা উপনির্বাচন আরও অক্সিজেন জুগিয়েছে কংগ্রেসকে। গোটা দেশে মাত্র ২টি বিধানসভা আসনে বিজেপি গতকাল পদ্ম ফোটাতে পেরেছে। এছাড়া বাকি ১০টি আসনেই ইন্ডিয়া জোটের দলগুলি জয়ী হয়েছে। একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। বাংলার রানাঘাট দক্ষিণ, মানিকতলা, বাগদা এবং রায়গঞ্জে তৃণমূল জিতেছে। এর মধ্যে তিনট আসন এর আগে বিজেপি জিতেছিল। এছাড়া বিহারের রুপাউলিতে জনতা দলকে পিছনে ফেলে জয়ী হন এক নির্দল প্রার্থী, হিমাচল প্রদেশের দেহরায় জয়ী কংগ্রেস, হামিরপুরে জয়ী বিজেপি, পঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টি, উত্তরাখণ্ডের মঙ্গলাপুর এবং বদ্রীনাথে কংগ্রেস, মধ্যপ্রদেশের অমরওয়ারায় বিজেপি জিতেছে। তামিলনাড়ুর একটি আসনের উপনির্বাচনে জয়ী ডিএমকে।

(Feed Source: hindustantimes.com)