গুলিতে জখম ট্রাম্প ! কী লিখলেন বাইডেন ?

গুলিতে জখম ট্রাম্প ! কী লিখলেন বাইডেন ?

নয়াদিল্লি : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি। পেনসিলভেনিয়ায় সভা চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চলে। তাতে জখম হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। ট্রাম্পের ডান কান রক্তাক্ত হয়েছে। এদিকে গুলিতে নিহত হয়েছেন সমাবেশের এক যোগদানকারী। তবে, ওই দুষ্কৃতীকে গুলি করে খতম করেছেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। আর এই ঘটনার এবার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনা শুনেছি। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি যে, উনি নিরাপদে এবং ভাল আছেন। ওঁর, ওঁর পরিবার এবং সমাবেশে যাঁরা ছিলেন তাঁদের জন্য প্রার্থনা করি। সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করছি। ওঁকে নিরাপদে বের করে আনায় সিক্রেট সার্ভিসের ওপর জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের হিংসার কোনও ঠাঁই নেই। এ ধরনের ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।’

ঘটনার নিন্দা করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। এনিয়ে এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেন।

ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ালে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনার সময় জনতার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মুঠো তোলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। পরে তিনি Truth Social-এ একটি পোস্ট করে লেখেন, ‘আমি আমেরিকার সিক্রেট সার্ভিস এবং আইন-প্রণেতাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ, পেনসিলভানিয়ার বাটলারে গুলি চলার ঘটনায় সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নিয়েছে। সমাবেশে গুলিতে যে ব্যক্তি নিহত হয়েছেন তাঁর পরিবারকে সমবেদনা জানাতে চাই। এছাড়া আরও একজন গুরুতর জখম হয়েছেন। তাঁর পরিবারকেও সমবেদনা জানাই। ‘

তাঁর সংযোজন, ‘আমাদের দেশেও যে এরকম ঘটনা ঘটছে তা অবিশ্বাস্য। বন্দুকবাজ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সে অবশ্য এখন মৃত। আমার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম যে, খারাপ কিছু একটা ঘটেছে। কারণ, শোঁ করে কিছু একটা চলে যাওয়ার শব্দ পাই। সঙ্গে সঙ্গে বুঝতে পারি আমার চামড়া ভেদ করে গিয়েছে বুলেট। অনেক রক্তপাত হয়েছে। তখনই আমি বিষয়টি বুঝতে পারি।’

(Feed Source: abplive.com)