তৈরি হচ্ছে নামের তালিকা, হাওড়ায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা প্রশাসনের

তৈরি হচ্ছে নামের তালিকা, হাওড়ায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা প্রশাসনের

অর্ণব মুখোপাধ্যায় ও সুনীত হালদার, হাওড়া: পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য (Prophet Remarks Protest)করেছিলেন দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তার আঁচে গত কয়েক দিন ধরেই পুড়েছে হাওড়া। উলুবেড়িয়া থেকে পাঁচলা, সলপ থেকে ডোমজুড়। প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল হিংসাত্মক আকার ধারণ করেছে বেশ কিছু জায়গায়। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। তাতে ক্ষতিগ্রহস্ত হয়েছেন সাধারণ ব্যবসায়ী থেকে আম জনতা। দোকানঘর, গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রভূত। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সাহায্যপ্রদানের ভাবনা চলছে বলে জানা গিয়েছে (Howrah News)।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা প্রশাসনের

শনিবারও পাঁচলা বাজার এলাকায় ব্যাপক তাণ্ডব চলেছিল। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল একাধিক দোকানে। রবিবার স্থানীয় বিডিও অফিস থেকে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত দোকান গুলি তাঁরা পরিদর্শন করেন।

হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর, উলুবেড়িয়া, পাঁচলা, ডোমজুড় ও সাঁকরাইল-সহ যেই সব এলাকায় অশান্তি হয়েছে, সেখানকার ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে পদক্ষেপ করা হবে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর।

শনিবারের অশান্তির পর রবিবার থমথমে হাওড়ার পাঁচলা (Howrah News)। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট। অশান্তি ঠেকাতে মজুত রাখা হয়েছে পুলিশের বজ্র ভ্যান। গতকাল গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। ডোমজুড় থানাতেও যান তিনি। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। পাঁচলা এবং জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা।

একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি

রেজিনগরে হিংসার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

(Source: abplive.com)