ভ্রমণে বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশিত! ভারত থেকে ৩ শহর! খুশির হাওয়া কলকাতায়

ভ্রমণে বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশিত! ভারত থেকে ৩ শহর! খুশির হাওয়া কলকাতায়

Travel: প্রথমেই স্থান রয়েছে সান মিগুয়েল দে অ্যালেন্ডে। এই শহরটি রয়েছে ম্যাক্সিকোতে।

ভ্রমণ এবং অবসর যাপনের নিরিখে প্রকাশিত হল বিশ্বের পছন্দের সেরা ২৫টি শহরের তালিকা। আর সেই তালিকায় ভারত থেকে যে যে শহর ঠাঁই পেল, নাম শুনলে অবাক হয়ে যাবেন।

ট্রাভেল+লেইজার সংস্থার তরফে প্রকাশিত হয়েছে পৃথিবীর ভ্রমণ এবং অবসর যাপনের নিরিখে সেরা ২৫ শহরের তালিকা প্রকাশ করা হয়েছে।

সেই তালিকায় প্রথমেই স্থান রয়েছে সান মিগুয়েল দে অ্যালেন্ডে। এই শহরটি রয়েছে ম্যাক্সিকোতে। আর দ্বিতীয় স্থানেই রয়েছে রাজস্থানের উদয়পুর। তৃতীয় স্থানে রয়েছে জাপানের কিয়েটো।

শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেই কুলীন তালিকায় জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও। কলকাতার জায়গা হয়েছে ১৯ নম্বর।

সেরা ২৫ শহরের তালিকায় ঠাঁই পেয়েছে আরও এক শহর। সেই শহরটি হল জয়পুর। এটিও রাজস্থানের শহর।

ভ্রমণে বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশিত! ভারত থেকে ৩ শহর! খুশির হাওয়া কলকাতায়

এই তালিকায় রয়েছে টোকিও, মারবেল্লা, ম্যাক্সিকো সিটি, ইস্তানবুল, কেপটাউন, পোর্তো, রোম, বার্সেলোনা ও সিওলের মতো শহরের নাম।

খুব স্বাভাবিক কারণেই ভারত থেকে জায়গা পাওয়া তিন শহরের তালিকায় কলকাতার নাম থাকায় তা পশ্চিমবঙ্গের পর্যটনের জন্য খুবই ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহল মহল।

(Feed Source: news18.com)