ফের ভয় ধরাচ্ছে করোনা, সাবধান! এবার নতুন রূপে, জেনে নিন উপসর্গ

ফের ভয় ধরাচ্ছে করোনা, সাবধান! এবার নতুন রূপে, জেনে নিন উপসর্গ

কলকাতা: সংকট শেষ হয়ে গিয়েছে, এমন ভাবার কোনও কারণ নেই। ইতিমধ্যেই দেশ-বিদেশে ফের করোনা সংক্রমণের কথা শোনা যাচ্ছে। করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনও মুহূর্তে বিশ্বে বিপুল হারে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস, বলছে সমীক্ষা।

ভাইরাস মাত্রেই রূপ বদলায়। করোনাও এবার দেখা দিচ্ছে নতুন রূপ KP.3 বা কেপি৩ ভ্যারিয়েন্ট হিসাবে। আমেরিকা যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। দৈনিক ৩০৭ জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন আমেরিকায়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর সর্বশেষ তথ্য অনুসারে, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ৩৬.৯ শতাংশ কোভিড কেস KP.3 ভ্যারিয়েন্টের।

কেপি৩ ভ্যারিয়েন্ট কী?
বিজ্ঞানীরা প্রাথমিক গবেষণায় জানাচ্ছেন, এটি কোভিড ১৯-এর JN.1 ভ্যারিয়েন্টের মতো। আরও বিশদে গবেষণা চলছে।

কী কী উপসর্গ এই নতুন করোনার?

জ্বর বা ঠান্ডা লাগা
কাশি
শ্বাসকষ্ট
ক্লান্তি
পেশী বা শরীরে ব্যথা
মাথা ব্যথা
স্বাদ বা গন্ধ হারানো
গলা ব্যথা
ভিড় বা সর্দি
বমি বমি ভাব বা বমি হওয়া
ডায়রিয়া

সিডিসি নিম্নলিখিত গুরুতর লক্ষণগুলির ক্ষেত্রে জরুরি চিকিত্সার পরামর্শ দিয়েছে:

শ্বাসকষ্ট
বুকে ক্রমাগত ব্যথা বা চাপ
বিভ্রান্তি
জেগে উঠতে বা জেগে থাকতে অক্ষমতা
ফ্যাকাশে, ধূসর বা নীল রঙের ত্বক, ঠোঁট বা নখ

শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রে নয়, অন্যান্য দেশেও করোনা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে। তাঁদের নির্দেশ, ভিড়ের মধ্যে মাস্ক পরতে হবে সবাইকে। টিকাকরণও সঠিক ভাবেই শেষ করতে হবে। করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনও বুধবার লাস ভেগাসে যাওয়ার সময় অসুস্থ বোধ করছিলেন। করোনা পরীক্ষা করাতে তাঁরও সংক্রমণ ধরা পড়ে।

(Feed Source: news18.com)