রাজ্য জুড়ে কয়েক হাজার প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, তৈরি হচ্ছে বিধি

রাজ্য জুড়ে কয়েক হাজার প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, তৈরি হচ্ছে বিধি

কলকাতা: লোকসভা ভোট মিটতেই শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু করল রাজ্য সরকার৷ রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে কয়েকহাজার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷

রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্যপদ রয়েছে৷ সেই সমস্ত শূন্যস্থানে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷

প্রধান শিক্ষক নিয়োগের বিধি চূড়ান্ত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হল অনুমোদনের জন্য বলেই নবান্ন সূত্রে খবর।প্রায় ৫০০০টি শূন্য পদে প্রধান শিক্ষক – প্রধান শিক্ষিকা নিয়োগ করতে চায় রাজ্য স্কুল শিক্ষা দফতর।

ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার পাশাপাশি সংরক্ষণ নীতিও থাকবে প্রধান শিক্ষকদের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন এলেই রাজ্য মন্ত্রিসভায় পেশ হবে প্রধান শিক্ষক নিয়োগের বিধি।

(Feed Source: news18.com)