বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব: মমতা

বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব: মমতা

কলকাতা: সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। তুমুল অশান্তি, ঝরছে প্রাণ। সেই আবহে বড়সড় বার্তা দিলেন মমতা। এদিন ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব।’ পাশাপাশি তাঁর বার্তা, ‘বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা যেন কোনও অশান্তি না করি।’

সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার। নেমেছে সেনা। অন্যদিকে, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে মৃতের সংখ্যা শতাধিক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত স্কুল-কলেজ। সংরক্ষণ নিয়ে যে ক্ষোভ ছিল, সেই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। সেদেশের সুপ্রিম কোর্ট সেদেশের হাইকোর্টের রায় খারিজ করে সংরক্ষণ সংশোধন করার নির্দেশ দিয়েছে।

(Feed Source: abplive.com)