শুভব্রত মুখার্জি:- ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিক্সের আসর। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রীড়াবিদরা এসে উপস্থিত হতে শুরু করেছেন গেমস ভিলেজে। এবারের গেমসে ২০০টি দেশ থেকে আসছেন ১০৫০০ প্রতিযোগী। যারা অংশ নেবেন ৩২টি স্পোর্টিং ইভেন্টে। ভারত থেকেও এবার যাচ্ছেন ১১৭ জন প্রতিযোগী। থাকছেন ১৪০ জন কোচিং স্টাফ। যারা দেশকে বিশ্ব মঞ্চে সম্মানিত করার জন্য লড়াই করবেন। এমন আবহে অলিম্পিক গেমস শুরুর আগে বারবার যে প্রশ্নটা সামনে চলে আসছে তা হল এবারের অলিম্পিক গেমসে নতুন কি খেলা (স্পোর্টস) যুক্ত হল? নিয়মে কোনও পরিবর্তন হল কিনা? পাশাপাশি আর কোন ইভেন্ট যুক্ত হল কিনা? আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বিষয়টা।
এবারের গেমসে যেমন বেশ কিছু গেমস অর্থাৎ খেলার অভিষেক হবে তবে বেশ কিছু খেলা যেগুলো জাপানের টোকিও গেমসে অনুষ্ঠিত হয়েছিল প্রথমবার তাও থাকছে স্পোর্টিং ইভেন্টের তালিকাতে। আর কিছু কিছু স্পোর্টসের আবার ফর্ম্যাটে পরিবর্তন করা হয়েছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পুল সর্বত্রই যেন এবার নতুনত্বের ছোঁয়া। এবারের গেমসে অভিষেক হতে চলেছে ‘ব্রেকিং’য়ের! কী এই ব্রেকিং!
১) ব্রেকিং:-
নামটা শুনে অনেকের মনে একটা দ্বন্দ তৈরি হতে পারে। যে এই ব্রেকিং মানে কি খবরের সঙ্গে জড়িত কোন জিনিস! কারণ আমরা সবাই প্রায় কমবেশি ব্রেকিং নিউজ এই শব্দটার সঙ্গে পরিচিত। না ব্রেকিং হচ্ছে চিরাচরিত ব্রেক ডান্স যা নাচের একটা নয়া পদ্ধতি বলা যেতে পারে তার ‘শর্ট ফর্ম’। ব্রেকডান্সিং অর্থাৎ ব্রেকিং এবারের গেমসে থাকছে একেবারে নয়া ইভেন্ট হিসেবে। ২০১৮ সালের যুব অলিম্পিক গেমসে এটা প্রথম স্পোর্টস ক্যাটাগরি হিসেবে অভিষেক ঘটিয়েছিল। তবে দুঃখের বিষয় এবারে থাকলেও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে এই বিভাগটি আর থাকবে না।
২) কায়াক ক্রস :-
কায়াক ক্রস হল নতুন একটা ফর্ম্যাট যার অভিষেক হবে এবারের প্যারিস গেমসে। ক্যানোই স্লালোমের ছাতার তলায় এই নতুন বিভাগটি এবার থাকবে প্যারিসে। চারজন অ্যাথলিট জলের মধ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন। মাথার উপর মানুষরাই তৈরি করবেন রাম্প। এবারেই ক্যানোয়িংয়ে শুধুমাত্র ঘড়ির বিরুদ্ধে নয় প্রতিযোগীরা লড়বেন একে অপরের বিরুদ্ধেও।
৩) স্কেট বোর্ডিং, সার্ফিং, ক্লাইম্বিং এবং ৩*৩ বাস্কেটবল থাকছে এবারের গেমসেও:-
টোকিও অলিম্পিক গেমসে এই ক্রীড়া বিভাগগুলোর অভিষেক হয়েছিল। যে বিভাগগুলো থাকছে প্যারিস গেমসেও। ফ্রান্স থেকে ৯০০০ মাইল দূরে অবস্থিত ফরাসি সরকারের অধীনে থাকা তাহিতিতে অনুষ্ঠিত হবে এবারের সার্ফিং প্রতিযোগিতা। প্যাসিফিক সাগরে এটি একটি সুন্দর দ্বীপপুঞ্জ। বাকি তিনটি ইভেন্টে অভিষেক যদিও হয়েছিল টোকিওতে তবুও এবারের গেমসে থাকছে সেগুলো। ৩*৩ বাস্কেটবলে এবারে আবার প্রতিযোগী সংখ্যা গতবারের ৪০ থেকে বেড়ে হয়েছে ৬৮।
৪) ‘লাকি লুজার’ নিয়ম সহ একাধিক নতুন নিয়ম এবং পরিবর্তন:-
প্যারিস গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নিয়মে আসছে বিরাট পরিবর্তন। ২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড় এমনকি হার্ডেলসেও থাকছে এবার এক নয়া নিয়ম। যার নাম ‘লাকি লুজার’। অর্থাৎ হিটে একবার হারের পরেও ভালো পারফরম্যান্স থাকলে ফের জুটতে পারে সুযোগ! সেমিফাইনালে উঠতে না পারলে একটি রপেসঁ হিটের ব্যবস্থা থাকছে।অনেকটা কুস্তিতে থাকা রপেসঁর মতন। যেখানে জিতলে ‘লাকি লুজাররা’ সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন।
গেমসের ইতিমধ্যেই প্রথমবার আর্টিস্টিক সুইমিং কম্পিটিশনে থাকছে পুরুষরা। মহিলা বক্সিংয়ে একটি নতুন বিভাগ জোড়া হয়েছে। অন্যদিকে পুরুষ বক্সিংয়ে আবার কমেছে একটি বিভাগ। শুটিংয়ে এবার মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টের পরিবর্তে থাকছে মিক্সড টিম স্কিট ইভেন্ট।
(Feed Source: hindustantimes.com)