৩দিন ধরে নিখোঁজ সঙ্গীতশিল্পী রমেন বড়ুয়া, মন্দিরে যাওয়ার জন্য বের হন, তারপর?

৩দিন ধরে নিখোঁজ সঙ্গীতশিল্পী রমেন বড়ুয়া, মন্দিরে যাওয়ার জন্য বের হন, তারপর?

গত তিনদিন ধরে নিখোঁজ অসমের সঙ্গীতশিল্পী । শিল্পীর বয়স বর্তমানে ৮৪, গত বুধবার পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। জানা যাচ্ছে, সোমবার খুব ভোরে গুয়াহাটির লাতাশীল এলাকায় নিজের বাড়ির কাছাকাছি একটা মন্দিরে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি। এরপর অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। শিল্পীর বাড়ির লোকজন তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন।

জানা যাচ্ছে, সঙ্গীতশিল্পী রমেন বড়ুয়াকে খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তিনি শিল্পী রমেন বড়ুয়ার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন। তিনি X-এ (টুইটার) লেখেন, ‘আজ সকাল থেকে নিখোঁজ শিল্পী রমেন বড়ুয়া। তাঁর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন। তাঁর অনুপস্থিতি পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীদেরও উদ্বিগ্ন করেছে। আমি গুয়াহাটির পুলিশ কমিশনার শ্রী দিগন্ত বোরাকে সমস্ত তথ্য একত্রিত করতে, এবং অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি।’

অসমের আরও এক মন্ত্রী বিমল বরাহও বিষয়টি নিয়ে নিজের X হ্যান্ডেলে (পূর্বের টুইটার) লেখেন, ‘অসমের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রখ্যাত সঙ্গীতপরিচালক রমেন বড়ুয়া ডাঙ্গোরিয়া আজ সকাল থেকে নিঁখোঁজ রয়েছেন। যে ঘটনায় তাঁর পরিবারের পাশাপাশি অনুরাগীরাও উদ্বিগ্ন। সকলেই প্রার্থনী করছেন যাতে তিনি দ্রুত ফিরে আসেন।’

প্রসঙ্গত, একসময় বেতারশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন রমেন বড়ুয়া। পরবর্তী সময়ে তিনি  বহু অসমিয়া ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ডক্টর বেজ বড়ুয়া, বড়ুয়ার সেঙ্গার, মুকুতা, ললিতা, নাকি অরু হাতি, কোকাদেউতা।

প্রসঙ্গত, সঙ্গীতশিল্পী রমেন বড়ুয়া লতাশীল গণেশ মন্দির পরিচালনা কমিটির সভাপতি পদে রয়েছেন। প্রতিদিনের মতো তিনি সোমবার সকালে মন্দিরে যান। বর্ষীয়ান শিল্পীর নিখোঁজ হওয়ার ঘটনায় অনেকেই হতবাক। গায়ক জুবিন গর্গ থেকে অনেকেই লতাশীলে রমেন বড়ুয়ার বাড়িতে গিয়ে খোঁজ নেন।

(Feed Source: hindustantimes.com)