বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারতের মেয়েরা,১০ উইকেটে মেগা জয় স্মৃতি-রেণুকারা

বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারতের মেয়েরা,১০ উইকেটে মেগা জয় স্মৃতি-রেণুকারা

ডাম্বুলা: Ind W vs Ban W -মহিলাদের এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল মহিলা ব্লু ব্রিগেড৷ এদিন জয়ের জন্য ভারত মাত্র ১১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷

ভারতীয় মহিলাদের বিরুদ্ধে একেবারেই ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশ মহিলাদের৷ শুক্রবার সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানই তুলতে পারেন বাংলাদেশের বাঙালি মেয়েরা৷

এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ৮১ রান তাড়া করতে নেমে ভারতীয় মেয়েরা একটাও উইকেট হারাননি৷ এদিন স্মৃতি মন্ধানার ব্যাট আগুন ঝরায়৷ তিনি ৩৯ বলে ৫৫ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷

অন্যদিকে ধামাকা ক্রিকেট খেলা শাফালি এদিন একটু সংযত ছিলেন৷ তিনিও অপরাজিত ছিলেন ২৬ রানে৷ তিনি ২৮ বল খেলে ২৬ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ২ টি চার৷

৭ রানে প্রথম উইকেট হারানো দিয়ে শুরু করে বাংলাদেশের মেয়েরা৷ কিন্তু কোনও সময়েই এই ধাক্কা কাটাতে পারেনি৷ নিয়মিত ব্যবধানে হারাতে থাকে উইকেট৷

বাংলাদেশের হয়ে নিগার সুলতানা সর্বোচ্চ ৩২ রান করেন৷ তিনি ৫১ বলে ৩২ রানের ইনিংসে রয়েছে শুধুমাত্র ২ টি চার দিয়ে৷ তবে এদিন বাকি বাংলাদেশি ক্রিকেটার শ্রোনা আকটের ১৯ করেন৷

এই দুই ক্রিকেটার ছাড়াই সব ক্রিকেটার এক অঙ্কের রানই করতে পারেন মহিলা এশিয়া কাপের ফাইনালে৷

ভারতীয় মহিলা দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল রেণুকা সিং৷ তিনি ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়াও রাধা যাদবও ৩ উইকেট নেন৷ তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়া পূজা বস্ত্রাকার ও দীপ্তি শর্মা ১ টি করে উইকেট নেন৷

(Feed Source: news18.com)