হিমাচলের মান্ডিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মেডিকেল ছাত্র

হিমাচলের মান্ডিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মেডিকেল ছাত্র
এএনআই

তাকে মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মান্ডির সহকারী পুলিশ সুপার সাগর চন্দ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার মান্ডির একটি সরকারি কলেজের এক মেডিকেল ছাত্র তার হোস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ। পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, রাজস্থানের জয়পুরের বাসিন্দা বিজয় উদয়নিয়া (২২) এমবিবিএস তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

তিনি বলেন, অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল কলেজের জরুরি ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মান্দির সহকারী পুলিশ সুপার সাগর চন্দ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দাবিত্যাগ: প্রভাসাক্ষী এই খবরটি সম্পাদনা করেননি। পিটিআই-ভাষা ফিড থেকে এই খবর প্রকাশিত হয়েছে।

(Feed Source: prabhasakshi.com)