জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যখন ভারতের হয়ে খেলতেন, তখন বহু ম্যাচ জিতেছেন। এবার কোচের ভূমিকায়। প্রথম ম্যাচের জয়ের স্বাদই পেলেন গৌতম গম্ভীর। সঙ্গে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবও। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৩ রানে হারাল ভারত।
এদিন টসে জেতেন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্ক। ব্যটিং নয়, প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। ভারতের হয়ে ওপেনিং জুটিতেই ৭৪ রানে তোলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। পাওয়া প্লে-র ওভারগুলিকে দারুণভাবে কাজ লাগান দু’জনেই। পাওয়ার প্লে-র শেষ বলে আউট হন শুভমন। পরের ওভারে প্যাভিলিয়নে ফেরেন যশস্বীও। এরপর ইনিংসের হাল ধরেন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সূর্যকুমার। সঙ্গী ঋষভ পন্থ। অর্ধশতরান করেন সূর্য। ভারতের ইনিংস শেষ হয় ২১৩ রানে।
টি-টোয়েন্টিতে ২১৪ রানের টার্গেট খারাপ নয়। তবে রান তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল শ্রীলঙ্কাও। দুই ওপেনার পাথুম নিসঙ্ক ও কুশল মেন্ডিস বড় শট খেলছিলেন। শিশির পড়ায় বল ধরতে সমস্যা হচ্ছিল ভারতীয় বোলারদের। প্রথম উইকেটে ৮৪ রানের তোলে তারা। শেষ তিন ওভারে জিততে ৫১ রান দরকার ছিল শ্রীলঙ্কার। কিন্তু ততক্ষণে সাত উইকেট পড়ে গিয়েছে। জেতা কার্যত অসম্ভব ছিল। চার বল বাকি থাকতেই ১৭০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।
(Feed Source: zeenews.com)