২০২৩ সালের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন গায়ক দুর্নিবার সাহা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ঐন্দ্রিলা ওরফে মোহর সেন। কিন্তু এই বিয়ে নিয়ে কম কটাক্ষ হজম করতে হয়নি দুর্নিবারকে। কারণ এটা ছিল দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মীনাক্ষীর সঙ্গে মন্ত্র পড়ে বিয়ে সেরেছিলেন দুর্নিবার। যদিও আইনি বিয়ে হয় ২০১৭ সালেই।
ডিভোর্স হতে না হতেই ফের বিয়ে, কটাক্ষ-বিদ্রুপ ধেয়ে এসেছিল দুর্নিবারের দিকে। প্রশ্নবাণে বিদ্ধ হন মোহরও। মোহর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাইলেই তাঁরা ট্রোলে জবাব দিতে পারেন। তবে নিজেদের ও পরিবারের মানসিক শান্তির কথা মাথায় রেখে আর বিতর্ক বাড়াতে চান না তাঁরা। এরপর কেটেছে বেশ খানিকটা সময়। বিয়ের আট মাসের মাথাতেই প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন মোহর।
প্রথম বিবাহবার্ষিকীর ঠিক আগেই মা হন দুর্নিবার ঘরণী। এতদিন ছেলের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেও মুখ দেখাননি। অবশেষে সেই আক্ষেপ মেটালেন দুর্নিবার। রবিবার দুপুরে ছেলের একগুচ্ছ ছবি ভাগ করে নেন দুর্নিবার। ফর্সা, টুকটুকে, মাথায় এক ঢাল চুল ধিয়ানের।
হ্যাঁ, মোহর-দুর্নিবার ছেলের নাম রেখেছেন ধিয়ান। এদিন ছেলের জন্য মিষ্টি ছড়া লিখলেন দুর্নিবার। ছবির ক্যাপশনে লেখেন, ‘অন্ধকার তো সবাই চেনে, তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস। তুই শুধু ‘তুই‘ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান’।
দুর্নিবারের শেয়ার করা ছবিতে হলুদ কুর্তা আর হলুদ পাড়ের সাদা ধুতিতে সেজেছে একরত্তি। বাবা-মা’র পোশাকে রং মিলান্তি। লাল পাঞ্জাবিতে দুর্নিবার, লাল শাড়িতে সেজে মোহর। একসঙ্গে ছেলের দু গালে চুমু খাচ্ছে বাবা-মা। ধিয়ান কিন্তু বেশ ক্যামেরা ফ্রেন্ডলি।
বিয়ের পর চট জলদি মা হওয়া প্রসঙ্গে মোহর জানিয়েছিলেন, সন্তান নেওয়ার ইচ্ছে দুজনেরই ছিল। বিয়ের পর আর দেরি করতে চাননি, মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন চটপট।
২০১৭তে আইনি বিয়ে হয়েছিল মিনাক্ষী আর দুর্নিবারের। তারপর একসঙ্গেই থাকতেন। ২০২১-এর ফেব্রুয়ারির শেষে সাত পাক ঘোরেন মীনাক্ষী-দুর্নিবার। কিন্তু মাসখানেক যেতে না যেতেই তাল কাটে। আর দুটো প্রাপ্ত বয়স্ক মানুষ যখন বুঝতে পারে, একে-অপরের সঙ্গে থাকতে পারছেন না আর, আলাদা হয় পথ। ২০২১-এর ডিসেম্বরেই অফিসিয়ালি ডিভোর্স হয় তাঁদের। তারপর ২০২৩-এর মার্চে বিয়ে করে নতুন জীবন শুরু করেন দুর্নিবার-মোহর। তবে তাতেই নজর লেগেছিল সামাজিক মাধ্যমে থাকা কিছু নীতি পুলিশের। মোহরকে ঘরভাঙানি কটাক্ষও শুনতে হয়েছিল।
তবে মোহর-দুর্নিবারের প্রথম দেখা যখন হয়, তখন মীনাক্ষীর থেকে আলাদা হয়েছেন গায়ক। শোনা যায়, ২০২১-এর ডিসেম্বরে সামপ্লেস এলসে একটা শো শুনতে গিয়ে প্রথম আলাপ মোহর আর দুর্নিবারের। মাস কয়েক যেতে না যেতে মোহরকে প্রেম প্রস্তাব দেন সারেগামাপা-খ্যাত গায়ক। আপতত ধিয়ানকে নিয়েই তাঁদের গোটা জগত।
(Feed Source: hindustantimes.com)