কোভিডেঙ্গির লক্ষণ কী! কী করে বুঝবেন এই দুই রোগের প্রভাবেই শরীর কাহিল? দেখুন

কোভিডেঙ্গির লক্ষণ কী! কী করে বুঝবেন এই দুই রোগের প্রভাবেই শরীর কাহিল? দেখুন

কলকাতা: কখনও একবার কোভিড আক্রান্ত হয়েছে, তার পর এই বছর যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাঁদের স্বাস্থ্য নিয়ে নানারকম ঝুঁকি তৈরি হচ্ছে৷ এ বার সেই নিয়েই সতর্ক করছেন চিকিৎসকরা৷ তাঁরা বলছেন, অবশ্যই এদের আলাদা করে চিহ্নিত করা দরকার, চিকিৎসায় বিশেষ পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে৷ কিন্তু কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন, আপনিও এই রোগে আক্রান্ত৷

বেশ কয়েকটি লক্ষণের কথা চিকিৎসকরা বলছেন৷ তাঁরা বলছেন, করোনা আক্রান্তদের পরবর্তীতে এ বছর ডেঙ্গি হওয়ার ফলে শরীরে ভয়াবহ প্রভাব পড়তে পারে৷ পাশাপাশি, অ্যাকিউট ডায়রিয়ার সমস্যা হতে পারে৷ এ ছাড়া, দীর্ঘদিন ধরে পেট খারাপের সমস্যায় ভুগতে হবে, ঘনঘন বমি হতে পারে৷ এ ছাড়াও লিভারে প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে লিভার৷ এমনকী পেটে জল জমার মতো প্রভাবও পড়তে পারে৷

এ ছাড়া আরও কয়েকটি প্রভাব পড়তে পারে শরীরে৷ চিকিৎসরা বলছেন, ‘ফুসফুসের ওপর দীর্ঘকালীন প্রভাব পড়বে, ফুসফুসে জল জমতে পারে ফলে শ্বাসকষ্টের সম্ভাবনা বাড়বে৷ এ ছাড়াও বুকে জল জমতে পারে৷ কিডনির ওপর প্রভাব পড়তে পারে, প্রস্রাবের সমস্যা বন্ধ হয়ে যেতে পারে৷

এ ছাড়াও ত্বকের গভীর সমস্যা হতে পারে, স্কিনে র‍্যাশ বেরোতে পারে৷ এ ছাড়া এ ক্ষেত্রে ডেঙ্গি হেমারেজিক হওয়ার সম্ভাবনাও প্রবল, অর্থাৎ শরীরে বিপুল পরিমাণ রক্তপাত হতে থাকবে, এর ফলে প্লেটলেটের সমস্যাও হতে পারে৷ তবে জ্বর হলে কোনও মতে অ্যান্টিবায়োটিক বা পেনকিলার খাওয়া চলবে না৷

(Feed Source: news18.com)