নিজস্ব প্রতিবেদক: সারাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে হাইকোর্ট ও নিম্ন আদালতের সকল বিচারিক এবং দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে আদালতের কার্যক্রম।
রোববার (৪ আগস্ট) বিকেলে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহম ভূঞা স্বাক্ষরিত পৃথক ২টি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ সময় একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বর্তমান পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরি প্রয়োজনে বাংলাদেশের প্রধান বিচারপতি যেই কোনো সময় জরুরি বেঞ্চ গঠনপূর্বক বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।
অপরদিকে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দেশের সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালের বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যে কোনো সময় যে কোনো আদালত/ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।
সেক্ষেত্রে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১ বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।
(Feed Source: sunnews24x7.com)