নয়াদিল্লি: অগ্নিগর্ভ বাংলাদেশ, কমিটি গঠন ভারত সরকারের। ‘ইন্দো-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখবে বিএসএফের এডিজি, ইস্টার্ন কমান্ড। ওপারে থাকা সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে কমিটি’, এক্স হ্যান্ডলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
In the wake of the ongoing situation in Bangladesh, the Modi government has constituted a committee to monitor the current situation on the Indo-Bangladesh Border (IBB). The committee will maintain communication channels with their counterpart authorities in Bangladesh to ensure…
— Amit Shah (@AmitShah) August 9, 2024
চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর, কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্য়ালঘুরা? পরিসংখ্যান বলছে, শেষ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের। সংখ্যা কমে দাঁড়িয়েছে আট শতাংশে। এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বদলে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। যার জেরে বাংলাদেশে পতন হল হাসিনা সরকারের। দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা।পরিস্থিতি আপাতত সেনার হাতে। শীঘ্রই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশে নাটকীয় পটপরিবর্তনে উদ্বেগ বা়ড়ছে ভারতে। প্রশ্ন উঠছে,ভারতবন্ধু বলে পরিচিত হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়? সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত-বাংলাদেশ সীমান্তেও?
পরিসংখ্যান বলছে, গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। কিন্তু, সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় ৫ শতাংশের বেশি। স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় ১৯৭৪ সালে। সেইসময় মোট জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার। তার মধ্যে হিনদু সম্প্রদায়ের মানুষ ছিলেন ১ কোটি ৩ লাখ ১৩ হাজার। যা মোট জনসংখ্যার ১৩.৫ শতাংশ। বাংলাদেশে শেষবার জনগণনা হয়েছে ২০২২ সালে। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশে হিন্দুদের হার কমে দাঁড়িয়েছে ৮ শতাংশে।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পরিসংখ্য়ান অনুযায়ী, ১৯৬৪ থেকে ২০১৩-র মধ্য়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ হিনদু বাংলাদেশ ছেড়েছেন।এই সংস্থার পরিসংখ্য়ান অনুযায়ী, প্রতি বছর প্রায় ২ লক্ষ ৩০ হাজার হিন্দু বাংলাদেশ ছাড়েন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ৭০ লক্ষেরও বেশি শরণার্থী ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন। যার ৯৫ শতাংশই ছিলেন বাঙালি হিন্দু। অতীতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP-এর আমলে সেদেশে হিন্দুদের ওপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে। হাসিনা সরকারের পতনের পর, আগামীদিনে ফের তার পুনরাবৃত্তি ঘটবে না তো? আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
(Feed Source: abplive.com)