প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের পুরস্কার নাকি আস্ত একটি মহিষ! পাকিস্তানের তারকা জ্যাভেলিন থ্রোয়ার আর্শাদ নদিম এমনই উপহার পাচ্ছেন দেশে ফিরে। যদিও বিশেষ এক আত্মীয়ই তাঁর কৃতিত্বকে এভাবে স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্যারিস অলিম্পিক্স থেকে পাকিস্তান একটি মাত্র পদক জেতে। সেটি আর্শাদ নদিমের হাত ধরেই। ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ে অলিম্পিক্স রেকর্ড গড়ে গোল্ড মেডেল গলায় ঝোলান তিনি। ফাইনালে নদিম ৯২.৯৭ মিটার দূরে জ্যাভেলিন নিক্ষেপ করেন। এই ইভেন্টে ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে রুপো জেতেন ভারতের নীরজ চোপড়া।
স্বাভাবিকভাবেই প্যারিস থেকে দেশে ফেরার পরে নদিমকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে বাঁধনছাড়া। সরকারি ও বেসরকারি তরফে বিস্তর সংবর্ধনা ও পুরস্কার পাচ্ছেন পাক তারকা। নগদ অর্থ, মূল্যবান সামগ্রী সব কিছুর মাঝে একটি এক্কেবারে ভিন্ন ধরণের উপহার পেতে চলেছেন নদিম। তাঁকে একটি মহিষ উপহার দিতে চলেছেন তাঁর শ্বশুর মশাই।
এতকিছু থাকতে হঠাৎ মহিষ কেন? আর্শাদের শ্বশুর মহম্মদ নওয়াজ নিজেই জানিয়েছেন কারণটা। তাঁর কথায়, ‘গ্রাম্য প্রথা অনুযায়ী আমাদের এখানে মহিষ উপহার দেওয়া অত্যন্ত মূল্যবান ও সম্মানের। নদিম সাফল্য পেয়েও গ্রামকে ভুলে যায়নি। ওর বাড়ি এখনও গ্রামেই। এখনও ও গ্রামে বাবা-মা ও ভাইয়েদের সঙ্গে থাকে।’
সংবাদ সংস্থা পিটিআইকে নওয়াজ আরও জানান, ‘৬ বছর আগে যখন নদিমের সঙ্গে মেয়ের বিয়ে দিই, তখন ও ছোটখাটো একটা কাজ করত। তবে নিজের খেলা নিয়ে খুবই নিষ্ঠা ছিল ওর। বাড়ির পাশে এবং মাঠে জ্যাভেলিন ছুঁড়ত সারাক্ষণ। যখনই ও আমাদের বাড়ি আসে, কোনও কিছু নিয়ে অভিযোগ করে না। বাড়িতে যা থাকে, তাই খায়।’
প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের পরে নদিমের জন্য বিস্তর পুরস্কার ঘোষণা করে পাকিস্তানের একাধিক সংস্থা। সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা পুরস্কার পাচ্ছেন তিনি। পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী ১০০ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছেন নদিমের জন্য। পাক পঞ্জাবের গভর্নর দিচ্ছেন আরও ২ মিলিয়ন।
সিন্ধের মুখ্যমন্ত্রী নদিমের জন্য ৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। সিন্ধের গভর্নর দিচ্ছেন ১ মিলিয়ন রুপি। পাকিস্তানের জনপ্রিয় গায়ক আলি জাফর তাঁর সংস্থার তরফে ১ মিলিয়ন রুপি পুরস্কার ঘোষণা করেছেন আর্শাদের জন্য। ক্রিকেটার আহমেদ শেহজাদ দিচ্ছেন ১ মিলিয়র রুপি। এছাড়া পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মানও পেতে চলেছেন নদিম।
(Feed Source: hindustantimes.com)