প্যারিস: বিনেশ ফোগতের (Vinesh Phogat) ভাগ্য ঝুলেই রইল। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) বিনেশের পদক নিয়ে আজ নিজেদের রায় ঘোষণা করবে জানিয়েছিল। কিন্তু ফের পিছিয়ে দেওয়া হল রায় ঘোষণা। ১৬ অগাস্ট হবে মামলার নিষ্পত্তি।
প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) কুস্তির ৫০ কেজি ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন বিনেশ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে অলিম্পিক্স পদক সুনিশ্চিত করে ফেলেছিলেন বছর ২৯-র তারকা। তবে হঠাৎই স্বপ্নভঙ্গ। ফাইনাল ম্য়াচের দিন সকালবেলা নিয়ম মেনেই বিনেশের ওজন পরিমাপ করা হয়। সেখানে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য বিনেশ ফোগতকে বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল অলিম্পিক্স কমিটি। শুধু যে তিনি সোনা জয়ের ম্যাচে ম্যাটে নামতে পারেননি তাই নয়, নিয়ম অনুযায়ী তিনি নিজের বিভাগে সবার নীচে শেষ করবেন বলেও জানানো হয়।
এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করেন বিনেশ। ফাইনালের দিন বাড়তি ওজন থাকলেও, নিয়ম মেনে ফাইনাল পর্যন্ত পৌঁছনোয় তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক, এই দাবি জানিয়েছিলেন ভারতীয় কুস্তিগীর। সেই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করার কথা ছিল বেশ কয়েকদিন আগেই। তবে আজও তা হল না। এই নিয়ে তৃতীয়বার পিছিয়ে দেওয়া হল সিদ্ধান্ত ঘোষণার দিন। শুক্রবার, ১৬ অগাস্ট সন্ধে ছ’টায় (ভারতীয় সময় অনুয়ায়ী রাত সাড়ে ন’টা) বিনেশের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা।
ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘সিএএস অ্যাডহক সভাপতি, বিনেশ ফোগত বনাম ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির মামলার একমাত্র আরবিট্রেটার অ্যানাবেল বেনেটকে শুক্রবার, ১৬ অগাস্ট সন্ধে ৬টা পর্যন্ত বাড়তি সময় দিল।’
বিনেশে বাতিল হওয়ার পর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সচিন তেন্ডুলকর মতো গণ্যমান্য ব্যক্তিত্বরা বিনেশের পদকপ্রাপ্তির হয়ে সওয়াল করেছেন। তবে বিনেশেকে কিন্তু তির্যক মন্তব্যেরও সম্মুখীন হতে হয়েছে। ভারতীয় অলিম্পিক্স কমিটির সভাপতি পিটি ঊষা বলেন, ‘কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলাগুলোতে ওজন নিয়ন্ত্রণের ব্যাপারটা পুরোপুরিভাবে থাকে সংশ্লিষ্ট অ্যাথলিট ও তাদের কোচেদের ওপর। আইও-এ নিযুক্ত মেডিক্যাল অফিসার ডক্টর দীনশ পার্ডিওয়ালা এবং তাঁর দলের এক্ষেত্রে কিছু করণীয় নেই।’ এতশতের পর বিনেশ শেষমেশ পদক পান কি না, সেটা জানার জন্য আরও দিন তিনেকের অপেক্ষা করতেই হবে।
(Feed Source: abplive.com)